সরানো হলো আইএমইডি সচিব কামাল উদ্দিনকে

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৫, ১৬: ৫৮

পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) সচিব কামাল উদ্দিনকে সরিয়ে ধর্ম মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

তার স্থলাভিষিক্ত হয়েছেন জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির (এনএপিডি) মহাপরিচালক সিরাজুন নূর চৌধুরী।

বিজ্ঞাপন

রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক আদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

গত ২৮ সেপ্টেম্বর অবসরে যান ধর্ম মন্ত্রণালয়ের সচিব এ কে এম আফতাব হোসেন প্রামানিক। এরপর থেকে পদটি ফাঁকাই ছিল। এখন সেই দায়িত্ব সামলাতে হবে ১১তম বিসিএসের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা কামাল উদ্দিনকে।

একইদিন আরেক আদেশে জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তিভিত্তিক সচিব সিদ্দিক জোবায়েরকে জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।

জরুরি অবস্থা জারি করলেন পেরুর প্রেসিডেন্ট

এবার ১ টাকায় গরুর মাংস বিতরণের ঘোষণা সেই এমপি প্রার্থীর

অভিযুক্ত সেনা কর্মকর্তাদের বহন করা সেই প্রিজন ভ্যানে কী আছে

অভিযুক্ত সেনা কর্মকর্তাদের নেয়া হয়েছে ক্যান্টনমেন্টের অস্থায়ী কারাগারে

গাজায় স্বাস্থ্য সংকট কয়েক প্রজন্ম থাকবে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত