সাবের চৌধুরীর বাসায় তিন দেশের রাষ্ট্রদূতের বৈঠক, যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৫, ২১: ৩২

বাংলাদেশে বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতা ও সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর বাসায় ইউরোপীয় ইউনিয়নভুক্ত তিনটি দেশের রাষ্ট্রদূতেরা যে বৈঠক করেছেন, সেটির বিষয়ে সরকারের কিছু করার নেই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

তিনি বলেন,"তারা তো একজন ব্যক্তির বাসায় গিয়েছেন। তিনি যদি অপরাধী হতেন তাহলে তো তাকে কাস্টডিতে রাখা হতো, সেটা তো হয়নি। রাষ্ট্রদূতরা যে কারো বাসায় যেতে পারেন,"

তিনি আরো বলেন,"তারা কী নিয়ে কথাবার্তা বলেছেন, এসবের ফলাফল কী- এগুলো নিয়ে বিতর্ক চলতে থাকতে পারে। তবে এমনিতে সেখানে গেছেন তারা। এগুলো নিয়ে আমার বলার কিছু নেই,"।

উল্লেখ্য যে, ঢাকায় নিযুক্ত নরওয়ে, সুইডেন এবং ডেনমার্কের রাষ্ট্রদূত সম্প্রতি সাবের হোসেন চৌধুরীর বাসায় ঘণ্টাব্যাপী বৈঠক করেছেন বলে বাংলাদেশের স্থানীয় গণমাধ্যমে খবর বের হয়েছে।

তবে সাবের চৌধুরী কিংবা ওইসব দেশের রাষ্ট্রদূত-কেউই বৈঠকের বিষয়ে কোনো মন্তব্য করেননি।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত