আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

হাদির শোকের সুযোগে নৈরাজ্যের অপচেষ্টায় উগ্র গোষ্ঠী: শিক্ষা উপদেষ্টা

স্টাফ রিপোর্টার

হাদির শোকের সুযোগে নৈরাজ্যের অপচেষ্টায় উগ্র গোষ্ঠী: শিক্ষা উপদেষ্টা

শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার বলেছেন, শহীদ শরীফ ওসমান হাদির শাহাদ‌তের হৃদয়‌বিদারক ঘটনায় যখন সমগ্র জা‌তি শোকাহত, তখন অপসু‌যোগ নিয়ে কিছুসংখ্যক উগ্র, অ‌বি‌বেচক গোষ্ঠী দে‌শের বি‌ভিন্ন স্থা‌নে অরাজকতা ও‌ নৈরাজ্য সৃ‌ষ্টির অপ‌চেষ্টায় লিপ্ত র‌য়ে‌ছে।

শনিবার গণমাধ্যমে পাঠানো বার্তায় তিনি বলেন, এ গোষ্ঠী বাংলা‌দে‌শের দীর্ঘ‌দি‌নের এক‌টি সাংস্কৃ‌তিক প্রতিষ্ঠান ‘ছায়ানট’-এর ভবন আক্রমণ ক‌রে‌ছে, তা‌তে অ‌গ্নিসং‌যোগ ক‌রে‌ছে এবং এ প্রতিষ্ঠা‌নের অ‌নেক সংগীত ও শিক্ষা উপকরণ ধ্বংস ক‌রেছে। ‘ছায়ান‌ট’-এর প‌রিচালনায় ওই ভ‌ব‌নে ‘নালন্দা’ না‌মে যে বিদ্যালয়ের কার্যক্রম প‌রিচা‌লিত হয়, এ আক্রম‌ণে সে‌টিও ক্ষ‌তিগ্রস্ত হ‌য়ে‌ছে। আমি এ ঘটনার তীব্র নিন্দা জানাই। এই স‌ঙ্গে আমি সাংস্কৃ‌তিক সংগঠন ‘উদীচী’র কার্যা‌লয়ে আক্রমণ ও অ‌গ্নিসং‌যো‌গেরও নিন্দা জানাই।

বিজ্ঞাপন

শিক্ষা উপদেষ্টা বলেন, বাংলা‌দে‌শের দু‌টি সংবাদপ‌ত্র ‘প্রথম আলো’ ও ‘দ্যা ‌ডেইলি স্টার’-এর কার্যাল‌য়ে সংঘ‌টিত আক্রমণ এবং এদে‌শের প্রবীণ ও সাহসী সাংবা‌দিক নুরুল কবীর‌কে অপদস্থ করার হীন কর্মকাণ্ডে আমি গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা প্রকাশ কর‌ছি।

স্বার্থা‌ন্বেষী মহ‌লের এ ধর‌নের কার্যকলাপ জুলাই আন্দোল‌নের চেতনা‌কে কা‌লিমা‌লিপ্ত করার অপপ্রয়াসই শুধু নয়, এর ফ‌লে বাংলা‌দেশ বি‌রোধী ফ্যাসিস্ট অপশ‌ক্তির ষড়যন্ত্র সফল হওয়ার আশঙ্কাও দেখা দি‌তে পা‌রে বলে মন্তব্য করেন তিনি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর

খুঁজুন