ঢাবি সংবাদদাতা
২০২৩ সালের প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তিতে গত ৩১ অক্টোবর তৃতীয় ধাপে ছয় হাজার ৫৩১ জন চূড়ান্ত সুপারিশপ্রাপ্তদের নিয়োগ বাতিল করে হাইকোর্টের রায় প্রত্যাহারে বুধবার দুপুর ১২টা পর্যন্ত আলটিমেটাম দিয়েছে আন্দোলনরত সুপারিশপ্রাপ্তরা।
মঙ্গলবার সন্ধ্যা ছয়টায় রাজধানীর শাহবাগ জাদুঘরের সামনে দিনব্যাপী অবস্থান কর্মসূচি শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এই তথ্য জানান আন্দোলনকারীরা।
নির্ধারিত সময়ে দাবি না মানা হলে বৃহত্তর কর্মসূচির ঘোষণা দেওয়ার হুঁশিয়ারিও দেন তারা। তাদের দাবি, হাইকোর্টের রায় প্রত্যাহার করে নিয়োগদান প্রক্রিয়া শুরু করার ঘোষণা দিলে তারা রাজপথ ছাড়বে।
এর আগে বিকেলে প্রাইমারি ও গণশিক্ষা মন্ত্রণালয়ে আন্দোলনকারীদের ছয় সদস্যের একটি প্রতিনিধিদল আলোচনার জন্য যায়। সেখানে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের দাবি মানার আশ্বাসও দেওয়া হয়।
এবিষয়ে প্রতিনিধি দলের সদস্য সুপারিশপ্রাপ্ত শিক্ষক জান্নাতুন নাইম সুইটি বলেন, ‘১৪ জানুয়ারি সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের পাঁচজনের প্রতিনিধি দলকে প্রাইমারি ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপারিশ প্রাপ্ত ছয় হাজার ৫৩১ জন শিক্ষকের দ্রুত যোগদানের বিষয়ে আশ্বাস দেন। তবে ৬ ফেব্রুয়ারিতে ফলাফলকে বাতিল করা হয়। আজকের আলোচনা সভাতেও আমাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে। আমরা বলতে চাই, আমাদের দাবি মানা না হলে আমরা কঠোর কর্মসূচিতে যাবো।’
তিনি আরো বলেন, আগামীকাল (বুধবার) দুপুর ১২টার মধ্যে হাইকোর্টের রায় বাতিল না করলে কঠোর রাজপথে কঠোর থেকে কঠোরতরো আন্দোলন গড়ে তুলা হবে। এসময় প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে তিনি আরো বলেন, নারীদের নিয়ে আপনি কাজ করেন। কিন্তু চার হাজারের বেশি নারী রাজপথে আন্দোলন করছে এটির সমাধান করেন। না হলে আগামীকাল (বুধবার) রাজপথ বাংলার বাঘিনীদের পদচিহ্নে প্রকম্পিত হবে।
এর আগে গত সোমবার ঢাকা ও চট্টগ্রাম বিভাগের ২১টি জেলার সুপারিশপ্রাপ্তরা চাকরিতে যোগদানের দাবিতে শাহবাগ মোড় অবরোধ করেন। পরে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে লাঠিপেটা, জলকামান, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেন। এতে বেশ কয়েকজন আন্দোলনকারী আহত হন।
এমএস
২০২৩ সালের প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তিতে গত ৩১ অক্টোবর তৃতীয় ধাপে ছয় হাজার ৫৩১ জন চূড়ান্ত সুপারিশপ্রাপ্তদের নিয়োগ বাতিল করে হাইকোর্টের রায় প্রত্যাহারে বুধবার দুপুর ১২টা পর্যন্ত আলটিমেটাম দিয়েছে আন্দোলনরত সুপারিশপ্রাপ্তরা।
মঙ্গলবার সন্ধ্যা ছয়টায় রাজধানীর শাহবাগ জাদুঘরের সামনে দিনব্যাপী অবস্থান কর্মসূচি শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এই তথ্য জানান আন্দোলনকারীরা।
নির্ধারিত সময়ে দাবি না মানা হলে বৃহত্তর কর্মসূচির ঘোষণা দেওয়ার হুঁশিয়ারিও দেন তারা। তাদের দাবি, হাইকোর্টের রায় প্রত্যাহার করে নিয়োগদান প্রক্রিয়া শুরু করার ঘোষণা দিলে তারা রাজপথ ছাড়বে।
এর আগে বিকেলে প্রাইমারি ও গণশিক্ষা মন্ত্রণালয়ে আন্দোলনকারীদের ছয় সদস্যের একটি প্রতিনিধিদল আলোচনার জন্য যায়। সেখানে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের দাবি মানার আশ্বাসও দেওয়া হয়।
এবিষয়ে প্রতিনিধি দলের সদস্য সুপারিশপ্রাপ্ত শিক্ষক জান্নাতুন নাইম সুইটি বলেন, ‘১৪ জানুয়ারি সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের পাঁচজনের প্রতিনিধি দলকে প্রাইমারি ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপারিশ প্রাপ্ত ছয় হাজার ৫৩১ জন শিক্ষকের দ্রুত যোগদানের বিষয়ে আশ্বাস দেন। তবে ৬ ফেব্রুয়ারিতে ফলাফলকে বাতিল করা হয়। আজকের আলোচনা সভাতেও আমাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে। আমরা বলতে চাই, আমাদের দাবি মানা না হলে আমরা কঠোর কর্মসূচিতে যাবো।’
তিনি আরো বলেন, আগামীকাল (বুধবার) দুপুর ১২টার মধ্যে হাইকোর্টের রায় বাতিল না করলে কঠোর রাজপথে কঠোর থেকে কঠোরতরো আন্দোলন গড়ে তুলা হবে। এসময় প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে তিনি আরো বলেন, নারীদের নিয়ে আপনি কাজ করেন। কিন্তু চার হাজারের বেশি নারী রাজপথে আন্দোলন করছে এটির সমাধান করেন। না হলে আগামীকাল (বুধবার) রাজপথ বাংলার বাঘিনীদের পদচিহ্নে প্রকম্পিত হবে।
এর আগে গত সোমবার ঢাকা ও চট্টগ্রাম বিভাগের ২১টি জেলার সুপারিশপ্রাপ্তরা চাকরিতে যোগদানের দাবিতে শাহবাগ মোড় অবরোধ করেন। পরে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে লাঠিপেটা, জলকামান, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেন। এতে বেশ কয়েকজন আন্দোলনকারী আহত হন।
এমএস
দ্রুততম সময়ের মধ্যে সংশোধিত বিধির গেজেট প্রকাশ করে ৪৩তম বিসিএস নন-ক্যাডার বিজ্ঞপ্তি প্রকাশ করাসহ ২ দফা দাবিতে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন ৪৩তম বিসিএস নন–ক্যাডার প্রত্যাশী আবেদনকারী প্রার্থীরা।
১৯ মিনিট আগেসরকারী কর্মকমিশনের (পিএসসি) নবনিয়োগপ্রাপ্ত সদস্য একেএম আফতাব হোসেন প্রামাণিক শপথ গ্রহণ করেছেন।
৩৯ মিনিট আগেরাজধানীর ধানমন্ডি ও বনানীতে পৃথক ঘটনায় দুই অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২২ অক্টোবর) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তাদের ময়নাতদন্ত সম্পন্ন হয়।
১ ঘণ্টা আগেনতুন কর্মসূচি ঘোষণা দিয়েছে স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক ঐক্যজোট। বুধবার (২২ অক্টোবর) সচিবালয়ে স্মারকলিপি দিতে গিয়ে শিক্ষা উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন সংগঠনের নেতারা। এ ঘটনায় নতুন কর্মসূচি হিসেবে বৃহস্পতিবার সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে
১ ঘণ্টা আগে