বুধবার দুপুর ১২টা পর্যন্ত শিক্ষকদের আলটিমেটাম

ঢাবি সংবাদদাতা
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১৯: ০৪

২০২৩ সালের প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তিতে গত ৩১ অক্টোবর তৃতীয় ধাপে ছয় হাজার ৫৩১ জন চূড়ান্ত সুপারিশপ্রাপ্তদের নিয়োগ বাতিল করে হাইকোর্টের রায় প্রত্যাহারে বুধবার দুপুর ১২টা পর্যন্ত আলটিমেটাম দিয়েছে আন্দোলনরত সুপারিশপ্রাপ্তরা।

মঙ্গলবার সন্ধ্যা ছয়টায় রাজধানীর শাহবাগ জাদুঘরের সামনে দিনব্যাপী অবস্থান কর্মসূচি শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এই তথ্য জানান আন্দোলনকারীরা।

বিজ্ঞাপন

নির্ধারিত সময়ে দাবি না মানা হলে বৃহত্তর কর্মসূচির ঘোষণা দেওয়ার হুঁশিয়ারিও দেন তারা। তাদের দাবি, হাইকোর্টের রায় প্রত্যাহার করে নিয়োগদান প্রক্রিয়া শুরু করার ঘোষণা দিলে তারা রাজপথ ছাড়বে।

এর আগে বিকেলে প্রাইমারি ও গণশিক্ষা মন্ত্রণালয়ে আন্দোলনকারীদের ছয় সদস্যের একটি প্রতিনিধিদল আলোচনার জন্য যায়। সেখানে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের দাবি মানার আশ্বাসও দেওয়া হয়।

এবিষয়ে প্রতিনিধি দলের সদস্য সুপারিশপ্রাপ্ত শিক্ষক জান্নাতুন নাইম সুইটি বলেন, ‘১৪ জানুয়ারি সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের পাঁচজনের প্রতিনিধি দলকে প্রাইমারি ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপারিশ প্রাপ্ত ছয় হাজার ৫৩১ জন শিক্ষকের দ্রুত যোগদানের বিষয়ে আশ্বাস দেন। তবে ৬ ফেব্রুয়ারিতে ফলাফলকে বাতিল করা হয়। আজকের আলোচনা সভাতেও আমাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে। আমরা বলতে চাই, আমাদের দাবি মানা না হলে আমরা কঠোর কর্মসূচিতে যাবো।’

তিনি আরো বলেন, আগামীকাল (বুধবার) দুপুর ১২টার মধ্যে হাইকোর্টের রায় বাতিল না করলে কঠোর রাজপথে কঠোর থেকে কঠোরতরো আন্দোলন গড়ে তুলা হবে। এসময় প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে তিনি আরো বলেন, নারীদের নিয়ে আপনি কাজ করেন। কিন্তু চার হাজারের বেশি নারী রাজপথে আন্দোলন করছে এটির সমাধান করেন। না হলে আগামীকাল (বুধবার) রাজপথ বাংলার বাঘিনীদের পদচিহ্নে প্রকম্পিত হবে।

এর আগে গত সোমবার ঢাকা ও চট্টগ্রাম বিভাগের ২১টি জেলার সুপারিশপ্রাপ্তরা চাকরিতে যোগদানের দাবিতে শাহবাগ মোড় অবরোধ করেন। পরে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে লাঠিপেটা, জলকামান, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেন। এতে বেশ কয়েকজন আন্দোলনকারী আহত হন।

এমএস

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত