আমার দেশ অনলাইন
রাজনৈতিক দলগুলোকে আগেই দলের অভ্যন্তরীণ সংস্কারে মনোযোগী হওয়ার পরামর্শ দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মির্জা গালিব।
শনিবার নিজের ফেসবুক পোস্টে সেই কথাই আজ আবার স্মরণ করিয়ে দিয়েছেন তিনি।
মির্জা গালিব লিখেছেন, এক. গত ডিসেম্বরে যখন আমি দেশে এসেছিলাম, আজিজুল বারী হেলাল ভাইর সাথে একটা টকশোতে প্রশ্ন তুলেছিলাম যে রাজনৈতিক দলের অভ্যন্তরীণ সংস্কার এর প্রশ্ন কেন তাদের কাছে গুরুত্বপূর্ণ না? আমার পয়েন্ট ছিল, রাষ্ট্রের সংস্কার বনাম নির্বাচন নিয়ে এত উতলা না হয়ে দলের অভ্যন্তরীণ সংস্কারে বেশী মনোযোগ দেয়া উচিত। আজকে বিএনপি যে ক্রাইসিসের মধ্য দিয়ে যাইতেছে, সেইটা দলের সংস্কারকে যথাযথ গুরুত্ব না দেয়ারই ফল। সামনে এই রকম ঘটনা আরও ঘটবে।
দুই. আজকে এস এ টিভির একটা টকশোতে আমার সাথে আলোচনায় বিএনপির নিলুফার চোধুরী মনি আপা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলছেন। সন্ত্রাস বা চাঁদাবাজির ঘটনায় চিরস্থায়ী বহিষ্কারের ক্ষেত্রে একটা সমস্যা হইল, এই সব লোকের একটা সিন্ডিকেট থাকে। এদেরকে পুরোপুরি বহিষ্কার করে দিলে দল দুর্বল হবে। ফেয়ার পয়েন্ট। আমি মনে করি, বিএনপির এখন দলকে দুর্বল করাই কাজ। এই সব চাঁদাবাজ, সন্ত্রাস নির্ভর লিডারশিপ দুর্বল করে গণ মানুষের কাছাকাছি যাওয়াই বেটার স্ট্রাটেজী। পুরাতন আদলে এই প্রজন্মের সাথে রাজনীতি আর চলবে না। যত তারাতারি বিএনপি এই পরিবর্তনের পথে হাঁটবে, তত ভাল করবে। এই পথে হাঁটা বাদে বিএনপির আর কোন বিকল্প নাই।
তিন. কাজ না করে কখনো ফল পাওয়া যায় না। ভাল দল গড়তে হলেও দল নিয়ে কাজ করতে হবে। বইসা থাকলে হবে না। জিয়াউর রহমান মাঠে ঘাটে দৌড়াইয়া, প্রফেশনাল লোকদের একটা গ্রুপকে রাজনীতিতে ধইরা আইনা বিএনপি বানাইছিলেন। ওই জেনারেশান দিয়াই বিএনপি অনেকদিন চলছে। এখন ভাল লোকদের আরেকটা ব্যাচ না নিয়া আনতে পারলে, বিএনপির সামনের দিন ভাল চলবে না। তারেক রহমানের লিডারশীপের পরীক্ষাই হইল এইটা।
রাজনৈতিক দলগুলোকে আগেই দলের অভ্যন্তরীণ সংস্কারে মনোযোগী হওয়ার পরামর্শ দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মির্জা গালিব।
শনিবার নিজের ফেসবুক পোস্টে সেই কথাই আজ আবার স্মরণ করিয়ে দিয়েছেন তিনি।
মির্জা গালিব লিখেছেন, এক. গত ডিসেম্বরে যখন আমি দেশে এসেছিলাম, আজিজুল বারী হেলাল ভাইর সাথে একটা টকশোতে প্রশ্ন তুলেছিলাম যে রাজনৈতিক দলের অভ্যন্তরীণ সংস্কার এর প্রশ্ন কেন তাদের কাছে গুরুত্বপূর্ণ না? আমার পয়েন্ট ছিল, রাষ্ট্রের সংস্কার বনাম নির্বাচন নিয়ে এত উতলা না হয়ে দলের অভ্যন্তরীণ সংস্কারে বেশী মনোযোগ দেয়া উচিত। আজকে বিএনপি যে ক্রাইসিসের মধ্য দিয়ে যাইতেছে, সেইটা দলের সংস্কারকে যথাযথ গুরুত্ব না দেয়ারই ফল। সামনে এই রকম ঘটনা আরও ঘটবে।
দুই. আজকে এস এ টিভির একটা টকশোতে আমার সাথে আলোচনায় বিএনপির নিলুফার চোধুরী মনি আপা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলছেন। সন্ত্রাস বা চাঁদাবাজির ঘটনায় চিরস্থায়ী বহিষ্কারের ক্ষেত্রে একটা সমস্যা হইল, এই সব লোকের একটা সিন্ডিকেট থাকে। এদেরকে পুরোপুরি বহিষ্কার করে দিলে দল দুর্বল হবে। ফেয়ার পয়েন্ট। আমি মনে করি, বিএনপির এখন দলকে দুর্বল করাই কাজ। এই সব চাঁদাবাজ, সন্ত্রাস নির্ভর লিডারশিপ দুর্বল করে গণ মানুষের কাছাকাছি যাওয়াই বেটার স্ট্রাটেজী। পুরাতন আদলে এই প্রজন্মের সাথে রাজনীতি আর চলবে না। যত তারাতারি বিএনপি এই পরিবর্তনের পথে হাঁটবে, তত ভাল করবে। এই পথে হাঁটা বাদে বিএনপির আর কোন বিকল্প নাই।
তিন. কাজ না করে কখনো ফল পাওয়া যায় না। ভাল দল গড়তে হলেও দল নিয়ে কাজ করতে হবে। বইসা থাকলে হবে না। জিয়াউর রহমান মাঠে ঘাটে দৌড়াইয়া, প্রফেশনাল লোকদের একটা গ্রুপকে রাজনীতিতে ধইরা আইনা বিএনপি বানাইছিলেন। ওই জেনারেশান দিয়াই বিএনপি অনেকদিন চলছে। এখন ভাল লোকদের আরেকটা ব্যাচ না নিয়া আনতে পারলে, বিএনপির সামনের দিন ভাল চলবে না। তারেক রহমানের লিডারশীপের পরীক্ষাই হইল এইটা।
অন্তর্বর্তীকালীন সরকার বুধবার আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) তিনটি কনভেনশনে স্বাক্ষর করেছে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের উপস্থিতিতে শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন এ তিনটি কনভেনশন অনুসমর্থন
২৭ মিনিট আগেভারতের সঙ্গে সীমান্ত সুরক্ষায় ভূরুঙ্গামারী, থানচি ও মেহেরপুরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নতুন তিনটি ব্যাটালিয়ন গঠন করা হচ্ছে। এই তিন ব্যাটালিয়নসহ বিজিবির জন্য মোট ২ হাজার ২৫৮টি নতুন পদ সৃষ্টি করা হচ্ছে। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সীমান্ত-১ শাখা থেকে মঙ্গলবার একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
৩ ঘণ্টা আগেপরে অন্য সিনিয়র রিপোর্টারদের সঙ্গে কুশল বিনিময় করেন এ্যানি। এ সময় আমার দেশ-এর ব্যবস্থাপনা সম্পাদক জাহেদ চৌধুরী, বার্তা সম্পাদক ইলিয়াস হোসেন, ভারপ্রাপ্ত চিফ রিপোর্টার বাছির জামাল প্রমুখ উপস্থিত ছিলেন।
৪ ঘণ্টা আগেসেন্টমার্টিন দ্বীপে নৌযান চলাচলের জন্য পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অনুমোদন নিতে হবে। বুধবার মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়।
৫ ঘণ্টা আগে