দেশের সমুদ্রসীমার সুরক্ষা ও সমুদ্রে সুশাসন প্রতিষ্ঠায় অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধে নৌবাহিনী নিয়মিত টহল পরিচালনা করে আসছে। মঙ্গলবার দিবাগত রাতে টহলকালে সেন্টমার্টিন দ্বীপ সংলগ্ন বঙ্গোপসাগর হতে ১৫০০ বস্তা সিমেন্টসহ দুটি ইঞ্জিনচালিত বোট এবং ২২ জন চোরাকারবারিকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী।
একটি পাচারকারী চক্র ইঞ্জিনচালিত বোটের মাধ্যমে সমুদ্রপথে অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে মিয়ানমারে সিমেন্ট পাচারের গোপন সংবাদের ভিত্তিতে সেন্টমার্টিন ও তৎসংলগ্ন এলাকায় টহল জোরদার করে নৌবাহিনী। এ সময় টহল কার্যে নিয়োজিত থাকাকালীন বাংলাদেশ নৌবাহিনী জাহাজ ‘প্রত্যাশা’ সেন্টমার্টিন দ্বীপ হতে ৩৬.৫ মাইল পশ্চিমে গভীর সমুদ্রে দুটি কাঠের বোট দেখতে পায়। কাছে গেলে বোট দুটি পালানোর চেষ্টা করে। এ সময় বাংলাদেশ নৌবাহিনী জাহাজ ‘প্রত্যাশা’ বোট দুটীকে আটক করে।
আটককৃত ‘খাজা গরিব-ই-নেওয়াজ-৬’ এবং ‘মা বাবার দোয়া-১০’ নামক বোটে তল্লাশি করে ১৫০০ বস্তা বাংলাদেশি সিমেন্ট জব্দ করা হয়। এ সময় চোরাকারবারী দলের ২২ জন সদস্যকে আটক করা হয়। পরবর্তীতে জব্দকৃত মালামাল ও আটককৃত ব্যক্তিদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়।
উল্লেখ্য, সমুদ্র ও উপকূলীয় অঞ্চলের নিরাপত্তা বজায় রাখার পাশাপাশি অভ্যন্তরীণ সন্ত্রাস, মাদক চোরাচালান ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড দমনে নৌবাহিনীর অভিযান ও টহল কার্যক্রম অব্যাহত রয়েছে।

