আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সংবাদ সম্মেলনে জুলাই ঐক্য

ঋণ খেলাপিদের নিয়ে রাজনৈতিক দলগুলোর মন জয়ে মরিয়া ইসি

স্টাফ রিপোর্টার

ঋণ খেলাপিদের নিয়ে রাজনৈতিক দলগুলোর মন জয়ে মরিয়া ইসি

নির্বাচন কমিশন দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিদের নিয়ে রাজনৈতিক দলগুলোর মন জয়ে মরিয়া হয়ে উঠেছে মন্তব্য করে জুলাই ঐক্যের সংগঠক জয়নাল আবেদিন শিশির বলেছেন, নির্বাচন কমিশন সব জেনেও সব তাদের (ঋণ খেলাপি) এ সুযোগ দিয়েছে। আর এটা করে ইসি জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছে।

সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। তিনি অভিযোগ করে বলেন, দুর্নীতিবাজ এবং ঋণ খেলাপিদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ প্রদানে বিশাল অংকের বাণিজ্য হয়েছে। ফলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাষ্ট্রের আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকদের নির্বাচনে বৈধতা ঘোষণা দেওয়া হয়েছে। অথচ গণপ্রতিনিধিত্ব আদেশসহ (আরপিও) বিভিন্ন আইনে ঋণখেলাপিদের আটকানোর সুনির্দিষ্ট নির্দেশনা রয়েছে। কিন্তু নির্বাচন কমিশন নিজেদের মনোমতো মনোনয়নের বৈধতা দিচ্ছে।

বিজ্ঞাপন

শিশির বলেন, নির্বাচনকে সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধার নিয়ে কোনো দৃশ্যমান পদক্ষেপ লক্ষ্য করা যাচ্ছে না। সেনাবাহিনী মাঠে থাকলেও অস্ত্র উদ্ধার নিয়ে কোনো অভিযান দেখা যাচ্ছে না।

এদিকে, আগামী ৭২ ঘণ্টার মধ্যে অবৈধ অস্ত্র উদ্ধার নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কী করেছে, তা জাতির সামনে জানাতে হবে এমন দাবি জানিয়ে সংগঠনের নেতারা বলেন, জাতীয় নির্বাচনে সব ক্ষেত্রে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে নির্বাচন

তারা বলেন, ত্রয়োদশ জাতীয় নির্বাচনের প্রচারণায় গিয়ে প্রকাশ্যে দিবালোকে রাজধানীতে হত্যা করা হয় জুলাই ঐক্যের অন্যতম সংগঠক ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদিকে। এখন পর্যন্ত আমরা খুনিকে গ্রেপ্তার তো দূরের কথা, মামলার দৃশ্যমান কোনো অগ্রগতিও দেখাতে পারেনি অন্তর্বর্তী সরকার। নির্বাচনকে সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধার নিয়ে কোনো দৃশ্যমান পদক্ষেপ লক্ষ্য করা যাচ্ছে না।

জুলাই ঐক্যের নেতারা বলেন, জাতীয় পার্টি ভারতের প্রক্সি সংগঠন। কিন্তু এই কমশিন জাতীয় পার্টিকে সুযোগ দিয়ে নির্বাচন করার। চব্বিশের গণ-অভ্যুত্থানে সরাসরি গণহত্যার সঙ্গে জড়িত ও সংস্কারের বিরুদ্ধে অবস্থান নেওয়া জাতীয় পার্টিসহ ১৪ দলকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে হবে। অন্যথায় দেশের সাধারণ ছাত্রজনতা ও শহীদ পরিবারের সদস্যরা প্রতিরোধ গড়ে তুললে তার সব দায়ভার নির্বাচন কমিশনকে বহন করতে হবে।

সংবাদ সম্মেলন শেষে সংগঠনের কর্মসূচি ঘোষণা করা হয়। এর মধ্যে, ঋণখেলাপি, দ্বৈত নাগরিক, জাতীয় পার্টিসহ ১৪ দলকে নির্বাচনে অযোগ্য ঘোষণা ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবিতে মঙ্গলবার (আজ) দুপুর আড়াইটায় আগারগাঁও মেট্রো স্টেশন থেকে মার্চ টু ইলেকশন কমিশন কর্মসূচি পালন করবে জুলাই ঐক্য।

এ ছাড়া অবৈধ অস্ত্র উদ্ধার ও ত্রয়োদশ জাতীয় নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতের দাবিতে আগামী ৩১ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় (মেট্রো স্টেশন) থেকে মার্চ টু স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্মসূচি পালন করা হবে।

সংবাদ সম্মেলনে আরো বক্তব্য রাখেন, জুলাই ঐক্যের সংগঠক প্লাবন তারেক, ইসরাফিল ফরাজী, মুন্সি বুরহান

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...