আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক : যমুনায় বিভিন্ন দলের নেতারা

স্টাফ রিপোর্টার

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক : যমুনায় বিভিন্ন দলের নেতারা

দেশের বর্তমান প্রেক্ষাপটে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করতে তার বাস ভবনে প্রবেশ করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

রোববার বিকাল সাড়ে ৫টার দিকে তারা একে একে গাড়ি নিয়ে যমুনায় ঢুকেন। তবে কোন কোন দলের কারা যমুনায় প্রবেশ করেছেন, সেটি নিশ্চিত হওয়া যায়নি।

বিজ্ঞাপন

এদিন ৬টায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এর মধ্যে প্রথম দফায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে অংশ নিতে যাওয়া নেতারা যমুনায় প্রবেশ করেছেন।

জানা গেছে, প্রথম দফায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন কর্নেল (অব.) অলি আহমেদ, মাহমুদুর রহমান মান্না, সাইফুল হক, জোনায়েদ সাকি, হাসনাত কাইয়ুম, মুজিবর রহমান মঞ্জু, মুজাহিদুল ইসলাম সেলিম, খালেকুজ্জামান ভূঁইয়া, টিপু বিশ্বাস, শেখ রফিকুল ইসলাম বাবলু ও শহীদ উদ্দিন মাহমুদ স্বপন।

সন্ধ্যা ৬টায় দ্বিতীয় দফার বৈঠকে অংশ নেবেন মাওলানা সাদিকুর রহমান, মাওলানা রেজাউল করিম, মাওলানা মামুনুল হক, মাওলানা আহমেদ আব্দুল কাদের, মাওলানা আজিজুল হক ইসলামাবাদি, মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, নুরুল হক নূর, মাওলানা মুসা বিন ইজহার ও মুফতি মাওলানা শাখাওয়াত হোসাইন রাযি।

এর আগে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। রোববার বিকেল পাঁচটা থেকে আধাঘন্টার মতো এ বৈঠক হয় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার কার্যালয়ের এক কর্মকর্তা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন