আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

কনভেতে একসঙ্গে ৫০০ আন্তর্জাতিক প্রতিনিধির অংশগ্রহণ

স্টাফ রিপোর্টার

কনভেতে একসঙ্গে ৫০০ আন্তর্জাতিক প্রতিনিধির অংশগ্রহণ

দেশের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের জাতীয় প্রশিক্ষণ কর্মসূচি চলছে কনভের ভার্চুয়াল প্লাটফর্মে। দুই মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে ‘ইনট্রোডাকশন টু ফিন্যান্সিয়াল অ্যানালাইসিস অ্যান্ড ইনভেস্টমেন্ট ইন্সট্রুমেন্টস ফর ক্লাইমেট ফাইন্যান্স’ শীর্ষক ওই জাতীয় প্রশিক্ষণ কর্মসূচির অনলাইন টেকনোলজি পার্টনার কনভে।

বিজ্ঞাপন

ইতোমধ্যে এই প্লাটফর্মে দেশের একটি আন্তর্জাতিক পরিবেশ সম্মেলনে দেশ বিদেশের পাঁচ শতাধিক প্রতিনিধি যুক্ত হয়েছেন। যেখানে অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানসহ দেশবিদেশের উচ্চ-পর্যায়ের প্রতিনিধিত্ব ছিল।

রাজধানীর পরিকল্পনা বিভাগে আয়োজিত হাইব্রিড মোডের ওই সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে নেদারল্যান্ডস, জার্মানি, সুইজারল্যান্ড ও সুইডেনের দূতাবাসের প্রতিনিধিরা এবং ইউএনডিপি, জিসিএফ, সিভিএফ, ভি২০, আইআইএক্স, এফসিবিও, ও জিএ ক্যাপিটালের আন্তর্জাতিক প্রতিনিধি ও বিশেষজ্ঞরা অংশ নেন। প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, পাঁচ শতাধিক অংশগ্রহণে মিটিং স্মুথ ও ফ্রিকশনলেস করার অভিজ্ঞতা হাতে গোনা দু’একটি গ্লোবাল প্রডাক্টের আছে। কনভে সে জায়গাটা এখন ক্লেইম করছে এখন।

এর আগে বিশ্বখ্যাত জুম, গুগল মিট কিংবা টিমসকে ছাপিয়ে দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের ‘কনভে’তে অনুষ্ঠিত হয়েছিল ক্ষমতাধর রাষ্ট্রের জোট জি২০-র সিডসসা সভা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন