আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

দিল্লি যাচ্ছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান

বশীর আহমেদ

দিল্লি যাচ্ছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান দিল্লি যাচ্ছেন। কলম্বো সিকিউরিটি কনক্লেভ বা কলম্বো নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে আগামী ১৯ নভেম্বর দুদিনের সফরে তিনি দিল্লি যাবেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে। জুলাই বিপ্লবে শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কোনো উপদেষ্টার এটি প্রথম ভারত সফর। শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোসহ বিভিন্ন ইস্যুতে ঢাকা-দিল্লি সম্পর্কে যখন এক ধরনের অস্থিরতা চলছে, ঠিক সেই মুহূর্তে নিরাপত্তা উপদেষ্টার দিল্লি সফর খুবই তাৎপর্যপূর্ণ। এ সফরে নিরাপত্তা সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের সম্ভাবনা রয়েছে বলে কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, এ সম্মেলন সদস্য দেশগুলোর মধ্যে আঞ্চলিক ও সমুদ্র নিরাপত্তা এবং সন্ত্রাসবাদের মতো বিষয়গুলোয় পারস্পরিক সহযোগিতা জোরদারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিজ্ঞাপন

কলম্বো সিকিউরিটি কনক্লেভ হলো ভারত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর মধ্যে নিরাপত্তাবিষয়ক আঞ্চলিক সহযোগিতা গোষ্ঠী। ২০১৫ সালে ভারত, শ্রীলঙ্কা ও মালদ্বীপকে নিয়ে এ ফোরামের যাত্রা শুরু হয়। ওই সময় ফোরামটির নাম ছিল কলম্বো সিকিউরিটি ডায়ালগ। পরে ২০২০ সালে এ ফোরামের কর্মপরিধি সম্প্রসারণ করা হয়। তখন ফোরামটির নতুন নাম দেওয়া হয় কলম্বো সিকিউরিটি কনক্লেভ। ২০২২ সালে মরিশাস এবং ২০২৩-এ বাংলাদেশ নতুন সদস্য হিসেবে এ ফোরামে অন্তর্ভুক্ত হয়। ফোরামটি প্রধানত সমুদ্র নিরাপত্তা, সন্ত্রাসবাদ মোকাবিলা এবং অন্যান্য আঞ্চলিক ইস্যুতে কাজ করে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন