দিল্লি টেস্ট
আহমেদাবাদে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং ছিল যাচ্ছে তাই বাজে। কিন্তু দিল্লিতে আসতেই ক্যারিবীয়দের ব্যাটিং চিত্রটা পুরোপুরি পাল্টে গেছে। ভারতের বিপক্ষে প্রথম ইনিংসে ভালো করার চেষ্টা করেছে তারা। তবে দ্বিতীয় ইনিংসে উইন্ডিজের ব্যাটিংটা হয়েছে দুর্দান্ত। ওপেনার জন ক্যাম্পবেলের সঙ্গে শাই হোপ হাঁকিয়েছেন সেঞ্চুরি।
দিল্লি টেস্টে ফাইফারে কুলদীপের রেকর্ড
প্রথম টেস্টে ইনিংস ব্যবধানে হারের লজ্জায় ডুবেছিল ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় টেস্টে এসে ফের একই অস্বস্তিতে পড়তে চায়নি সফরকারীরা। তাই তো জন ক্যাম্পবেল আর শাই হোপের ব্যাটে লড়াই চালিয়ে যাচ্ছে ক্যারিবীয়রা। লক্ষ্য তাদের একটাই ইনিংস হার এড়ানো। আদা জল খেয়ে মাঠে নামা রোস্টন চেজের দল সুফলও পাচ্ছে।
দিল্লি টেস্ট
আহমেদাবাদ টেস্টে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন লোকেশ রাহুল, ধ্রুব জুরেল ও রবীন্দ্র জাদেজা। তাতে ৫ উইকেট হারিয়ে ৪৪৮ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করেছিল ভারত। ফল- প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে স্বাগতিকদের ইনিংস ব্যবধানে জয়। দিল্লি টেস্টেও যেন একই চিত্রনাট্য মঞ্চস্থ হতে যাচ্ছে।
দিল্লি টেস্ট
যশস্বী জয়সওয়াল-সাই সুদর্শনের ব্যাটিং দাপটে দিল্লি টেস্টের প্রথম দিন নিজেদের করে নিয়েছে ভারত। দিনশেষে ২ উইকেট হারিয়ে ৩১৮ রানের পুঁড়ি গড়ে ফেলেছে ক্যাপ্টেন শুভমান গিলের দল। প্রথম টেস্টের মতো প্রতিপক্ষ ক্যারিবীয়দের ফের রান পাহাড়ের চাপায় ফেলার আভাস দিয়ে যাচ্ছে ভারতীয়রা।