আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

খালেদা জিয়া সম্পর্কে আজহারী

এমন দোয়া ও ভালোবাসা পাওয়া পরম সৌভাগ্যের

আতিকুর রহমান নগরী

এমন দোয়া ও ভালোবাসা পাওয়া পরম সৌভাগ্যের

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রতি দলমত নির্বিশেষে সকল মানুষের দোয়া ও ভালোবাসা পাওয়া পরম সৌভাগ্যের বিষয় বলে মন্তব্য করেছেন ইসলামী আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারী।

শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন এবং সাবেক প্রধানমন্ত্রীর সুস্থতার জন্য দোয়া করেন।

বিজ্ঞাপন

পোস্টে মাওলানা মিজানুর রহমান আজহারী লিখেছেন, নানা বিভক্তি ও বিভাজনের এ দেশে সর্বজন শ্রদ্ধেয় মানুষের সংখ্যা খুবই কম। কিন্তু বেগম খালেদা জিয়া এই ক্ষেত্রে অনন্য। দেশপ্রেম ও অতুলনীয় ব্যক্তিত্বের কারণে তিনি প্রায় সবার কাছে বিশেষ সম্মান ও শ্রদ্ধার আসনে অধিষ্ঠিত হয়েছেন।

তিনি আরো বলেন, বর্তমানে খালেদা জিয়া অসুস্থ হয়ে সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। এই মুহূর্তে গোটা জাতি তাকে আন্তরিক দোয়ায় স্মরণ করছে। দলমত নির্বিশেষে অগণন মানুষের এমন দোয়া ও ভালোবাসা পাওয়া সত্যিই পরম সৌভাগ্যের।

পোস্টের শেষে মাওলানা মিজানুর রহমান আজহারী লেখেন, আমি দেশের তরে সীমাহীন ত্যাগ স্বীকার করা এবং ধর্মীয় মূল্যবোধে শ্রদ্ধাশীল এই মহিয়সী নারীর রোগমুক্তি ও সম্পূর্ণ সুস্থতা কামনা করছি। আল্লাহ তায়ালা তাকে দ্রুত আরোগ্য দান করুন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন