এমপিওভুক্ত করার দাবিতে শিক্ষকদের অবস্থান কর্মসূচি

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫, ২১: ৩৯

স্বীকৃতিপ্রাপ্ত সব ননএমপিও শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষকরা। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান ঐক্য পরিষদ’ সংগঠনের ব্যানারে বুধবারও এ কর্মসূচি পালন করা হয়।

আন্দোলনরত শিক্ষকরা জানান, দীর্ঘদিন ধরে স্বীকৃতি পেলেও তাদের প্রতিষ্ঠানগুলো এখনো এমপিওভুক্ত হয়নি। ফলে শিক্ষক-কর্মচারীরা সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হয়ে মানবেতর জীবনযাপন করছেন।

বিজ্ঞাপন

অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, আমরা জাতি গঠনে অবদান রাখছি। কিন্তু সরকার বারবার প্রতিশ্রুতি দিয়েও আমাদের প্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্ত করছে না। এটা অত্যন্ত দুঃখজনক। মানবেতর জীবনযাপন করলেও কেউ দেখার নেই।

সম্মিলিত নন-এমপিও ঐক্যপরিষদের আহ্বায়ক মোহাম্মদ মোবারক হোসেন বলেন, সারা দেশে দুই সহস্রাধিক শিক্ষা প্রতিষ্ঠান আছে যারা সরকারের সকল শর্ত পূরণ করেছে। নিজ প্রতিষ্ঠানের নামে বোর্ড পরীক্ষা দিচ্ছে। ভালো ফলাফল আমরা জাতিকে উপহার দিচ্ছি। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হলো আমাদের দিকে সরকারের কোনো নজর নেই। আমাদেরকে এর আগে আশ্বাস দিয়েছে। কিন্তু তা বাস্তবায়নের আর কোনো খবর নেই।

তিনি আরো বলেন, আমরাও তো মানুষ। দেশের নাগরিক। কিন্তু এক দেশের দুই নীতি এটা সহ্য করার মতো নয়। এবার আমরা দাবি আদায়ে মাঠে নেমেছি। দাবিপূরণ না হলে লাগাতার কর্মসূচি চলবে। আমরা জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান নিয়েছি। দাবি আদায় করেই ছাড়ব।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত