আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইসির পরিপত্র জারি

ছোটখাট ভুলে বাতিল করা যাবে না প্রার্থীর মনোনয়নপত্র

স্টাফ রিপোর্টার
ছোটখাট ভুলে বাতিল করা যাবে না প্রার্থীর মনোনয়নপত্র
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ছোটখাট ভুলের জন্য প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল না করার জন্য নির্বাচনের রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি) । এ সংক্রান্ত পরিপত্রও জারি করেছে সাংবিধানিক সংস্হা ইসি। এতে স্বাক্ষর করেছেন ইসির উপ-সচিব মোহাম্মদ মনির হোসেন।

এবার বিভাগীয় কমিশনার, ডিসিদের পাশাপাশি রিটার্নিং কর্মকর্তা হয়েছেন ইসির নিজস্ব কর্মকর্তারা।

বিজ্ঞাপন

সম্প্রতি জারি পরিপত্রে বলা হয়েছে, ছোটখাটো ত্রুটির জন্য কোনো মনোনয়নপত্র বাতিল করা যাবে না। যদি বাছাইয়ের সময় এমন কোনো ত্রুটি-বিচ্যুতি নজরে আসে, যা তাৎক্ষণিকভাবে সংশোধন সম্ভব তাহলে মনোনয়নপত্র দাখিলকারীর দ্বারা তা সংশোধন করিয়ে নিতে হবে।

তবে বিশেষভাবে উল্লেখ্য যে, হলফনামায় উল্লিখিত কোনো তথ্য পরিবর্তন বা সংশোধন করা যাবে না।

এতে আরও বলা হয়, কোনো প্রার্থীর একটি মনোনয়নপত্র বাতিল হওয়ার কারণে ঐ প্রার্থীর অন্য কোনো বৈধ মনোনয়নপত্র বাতিল বলে গণ্য হবে না। অর্থাৎ শুধুমাত্র একটি মনোনয়নপত্র বৈধ হলেই তার প্রার্থীতা অটুট থাকবে।

যদি কোনো প্রার্থী একাধিক মনোনয়নপত্র দাখিল করেন; তবে বাছাইয়ের সময় একটি মনোনয়নপত্র বৈধ পাওয়া গেলে অন্য মনোনয়নপত্র বাছাইয়ের প্রয়োজন হবে না। মনোনয়নপত্র গ্রহণ অথবা বাতিল প্রসঙ্গে রিটার্নিং অফিসারের সিদ্ধান্ত মনোনয়নপত্রের নির্দিষ্ট স্থানে লিপিবদ্ধ করতে হবে।

ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৯ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি।

চূড়ান্ত প্রার্থী তালিকা ও প্রতীক বরাদ্দ হবে ২১ জানুয়ারি। নির্বাচনি প্রচার চলবে ২২ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন