কমল জ্বালানি তেলের দাম, রোববার থেকে কার্যকর

বিশেষ প্রতিনিধি
প্রকাশ : ৩১ মে ২০২৫, ২১: ৫৫
আপডেট : ০১ জুন ২০২৫, ০১: ২৯

জ্বালানি তেলের দাম আরও কমিয়েছ সরকার। প্রতি লিটার ডিজেলের দাম ২ টাকা এবং পেট্রল ও অকটেনের দাম লিটারে ৩ টাকা কমানো হয়েছে। ১ জুন (রোববার) থেকে নতুন দাম কার্যকর হবে।

বিজ্ঞাপন

এর আগে মে মাসে জ্বালানি তেলের দাম কমেছে লিটারে ১ টাকা।

শনিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়, প্রতি লিটার ডিজেল ১০৪ টাকা থেকে কমিয়ে ১০২ টাকা নির্ধারণ করা হয়েছে। পেট্রলের দাম প্রতি লিটার ১২১ টাকা থেকে কমিয়ে ১১৮ টাকা ও অকটেনের দাম ১২৫ টাকা থেকে কমিয়ে ১২২ টাকা করা হয়েছে। কেরোসিনের নতুন দর ১১৪ টাকা।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত