আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

আদালত অবমাননার অভিযোগ

রাষ্ট্র সংস্কার আন্দোলনের লিগ্যাল নোটিশ ইসিতে

স্টাফ রিপোর্টার

রাষ্ট্র সংস্কার আন্দোলনের লিগ্যাল নোটিশ ইসিতে

আদালতের রায় অবমাননার অভিযোগ এনে নির্বাচন কমিশনে (ইসি) আইনি নোটিশ পাঠিয়েছে বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন।

বৃহস্পতিবার দলটির সভাপতি হাসনাত কাইয়ূম ও সাধারণ সম্পাদক সৈয়দ হাসিবউদ্দীন হোসেন স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

এতে বলা হয়, প্রায় চারমাস আগে উচ্চ আদালত রাষ্ট্র সংস্কার আন্দোলনকে নিবন্ধন দিতে নির্বাচন কমিশনকে সুস্পষ্ট আদেশ দেন। কিন্তু সে আদেশের অবমাননা করে নির্বাচন কমিশন গড়িমসি করে রাষ্ট্র সংস্কার আন্দোলনকে আগামী নির্বাচন ও রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখার ব্যবস্থা করছে। তারা আদালতের সুস্পষ্ট রায়ের বিকৃত ব্যাখ্যা করছেন। রায়ের ব্যাখ্যা সংক্রান্ত বিতর্ক দূর করতে অ্যাটর্নি জেনারেলের অফিস থেকে মতামত নেওয়ার প্রস্তাব দিয়েছিল রাষ্ট্র সংস্কার আন্দোলন। সে প্রস্তাবও আমলে নেয়া হয় নাই।

বিবৃতিতে বলা হয়, রাষ্ট্র সংস্কার আন্দোলন ঘোষিত সময়ের মধ্যে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন চায়। সংস্কার যাত্রা নিরঙ্কুশ করতে এই নির্বাচন একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হবে। সেজন্য নির্বাচন যেন না পেছায় বা বানচাল না হয়, সেজন্য রাষ্ট্র সংস্কার আন্দোলন দলের স্বার্থের চেয়ে দেশের স্বার্থকে বেশি গুরুত্ব দিয়ে গত চার মাসে কঠিন কোনো পদক্ষেপ নেয়নি।

নেতারা বলেন, অভ্যুত্থানের ১৫ মাস পরও নির্বাচন কমিশনের কোনো সংস্কার হয়নি। নির্বাচন কমিশন সংস্কার কমিশনের সংস্কার প্রস্তাব বাস্তবায়নের পথে বর্তমান নির্বাচন কমিশন বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। সরকারের দুর্বলতার সুযোগ নিয়ে নির্বাচন কমিশন সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে। নির্বাচন ও সংস্কার যাত্রাকে প্রশ্নের মুখে ফেলে কমিশন পতিত স্বৈরাচার আওয়ামী লীগের পারপাস সার্ভ করছেন।

বিবৃতিতে বলা হয়, এসব রুখতে রাষ্ট্র সংস্কার আন্দোলন বৃহস্পতিবার নির্বাচন কমিশনের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে আইনি নোটিশ পাঠিয়েছে। এরপর প্রয়োজনে মামলা করার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি নির্বাচন কমিশনের সংস্কার সম্পন্ন করতে দ্রুততম সময়ের মধ্যে রিট করার প্রস্তুতিও নিচ্ছে দলটি। প্রয়োজনে সংস্কারের পক্ষের নাগরিকদের সাথে নিয়ে বৃহত্তর আন্দোলনেরও প্রস্তুতি নিচ্ছে তারা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন