আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বিশ্ব ইজতেমায় দায়িত্ব পালন করবে ছয় হাজার পুলিশ: আইজিপি

স্টাফ রিপোর্টার, টঙ্গী

বিশ্ব ইজতেমায় দায়িত্ব পালন করবে ছয় হাজার পুলিশ: আইজিপি

পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম পিপিএম বলেছেন, বিশ্ব ইজতেমায় মুসল্লিরা কঠোর নিরাপত্তা বলয়ে থাকবেন। পুরো ময়দানকে সিসি ক্যামেরার আওতায় এনে নিশ্ছিদ্র নিরাপত্তা দেওয়া হবে। তিন পর্বের ইজতেমা ময়দান ও আশপাশের এলাকায় ৬ হাজার পুলিশসহ বিপুল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন থাকবে।

বিজ্ঞাপন

বুধবার দুপুরে ইজতেমা ময়দানের বিদেশি নিবাসের পাশে স্থাপিত জিএমপির কেন্দ্রীয় কন্ট্রোল রুমে এক প্রেস ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

পুলিশ মহাপরিদর্শক বলেন, এবারের ইজতেমাটি অন্যরকম কারণ বিগত আন্দোলনে পুলিশের বিপুল পরিমাণ অস্ত্র খোয়া গেছে এবং দেশের অনেক জেলখানার অস্ত্র লুট হয়েছে। অনেক অস্ত্র এখনও উদ্ধার হয়নি। এবার পুরো ইজতেমা ময়দান ড্রোনের মাধ্যমে পর্যবেক্ষণে রাখা হবে।

তিনি বলেন, পুলিশের পাশাপাশি ইজতেমা আয়োজক কমিটির পক্ষ থেকে ১০ হাজার স্বেচ্ছাসেবী ময়দানের নিরাপত্তায় থাকবেন।

তিনি আরও বলেন, ইজতেমা ময়দানে কয়েকস্তরে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ময়দানের চারপাশে পোশাকধারী, সাদা পোশাকে, ড্রোন ভিউ, সিআইডি, ডিবি, সিসিটিভি মনিটরিং, নাইটভিশন ক্যামেরা, রুফটপ পর্যবেক্ষণ, ওয়াচ টাওয়ারসহ বিভিন্ন বাহিনীর সদস্যরা মোতায়েন থাকবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন