মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে ‘বিজয়ের গুরুত্ব ও তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাজধানীর আগারগাঁওয়ে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খান। সভাপতিত্ব করেন সমন্বয় বিভাগের পরিচালক মো. মহিউদ্দিন।
সভায় অন্যান্যের মধ্যে নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের প্রকল্প পরিচালক এস. এম. তরিকুল ইসলাম, ৫৬০ মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন প্রকল্পের প্রকল্প পরিচালক মো. শহীদুল আলম, ইসলামিক ফাউন্ডেশনের সচিব শেখ মুর্শিদুল ইসলাম, ইসলামিক মিশনের পরিচালক মোহাম্মদ তৌহিদুল আনোয়ার, অর্থ ও হিসাব বিভাগের পরিচালক মো. আবদুল হামিদ খান, ইমাম প্রশিক্ষণ একাডেমির পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম এবং দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক ড. মোহাম্মদ হারুনুর রশীদ প্রমুখ বক্তৃতা করেন। সভায় ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ের তিন শতাধিক কর্মকর্তা-কর্মচারী অংশ নেন।
সভা শেষে মোনাজাত পরিচালনা করেন ইমাম প্রশিক্ষণ একাডেমির উপ-পরিচালক (প্রশাসন) মাওলানা শাহ মুহাম্মদ নজরুল ইসলাম।

