
বিজয় দিবসের আয়োজনে উপেক্ষিত ইসলামি সংস্কৃতি
হয়রানির শিকার হওয়ার আশঙ্কায় নাম প্রকাশে অনিচ্ছুক স্কুল ও কলেজের একাধিক শিক্ষার্থী বলেন, শুধু সাংস্কৃতিক অনুষ্ঠানটাই যদি দুই ভাগে ভাগ করা হতোÑএকটি ইসলামিক, একটি সাধারণ, তাহলে হাজারো হাফেজ-কারি ও মাদরাসার ছাত্ররা বিজয় দিবসের অনুষ্ঠানে অংশ নিয়ে নিজেদের পরিবেশনা দিয়ে ধর্মপ্রাণ মানুষকে সুস্থ বিনোদন দিতে















