আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বিজয় দিবসে যেসব সড়ক এড়িয়ে চলবেন

আমার দেশ অনলাইন
বিজয় দিবসে যেসব সড়ক এড়িয়ে চলবেন
ছবি: সংগৃহীত

মহান বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার রাজধানীর বেশ কিছু সড়ক ব্যবহার না করে বিকল্প রাস্তা ব্যবহারের জন্য পরামর্শ দিয়েছে পুলিশ। ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের প্রত্যুষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ উপলক্ষে রাত ৩টা থেকে সকাল সাড়ে ৯টা পর্যন্ত ঢাকা থেকে আমিনবাজার হয়ে সাভার স্মৃতিসৌধ পর্যন্ত সড়ক দিয়ে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, প্রধান বিচারপতি, বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা, বিদেশি কূটনীতিক ও সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাসহ বিভিন্ন সংগঠনের নেতারা যাতায়াত করবেন।

বিজ্ঞাপন

এ কারণে ওই সময় বাস, ট্রাক, কাভার্ডভ্যান, মাইক্রোবাস, কার, সিএনজিসহ সব ধরনের যানবাহন গাবতলী-আমিনবাজার ব্রিজ-সাভার রোড ব্যবহার না করে নির্ধারিত বিকল্প সড়ক দিয়ে চলাচলের অনুরোধ জানানো হয়েছে।

নির্ধারিত বিকল্প সড়ক

১. গাবতলী থেকে সাভারগামী যানবাহন: ঢাকা এয়ারপোর্ট রোড হয়ে আব্দুল্লাহপুর ক্রসিং দিয়ে আশুলিয়া সড়ক।

২. কল্যাণপুর ও টেকনিক্যাল ক্রসিং থেকে ঢাকার বাইরে গমনকারী যানবাহন: টেকনিক্যাল ক্রসিং থেকে ডানে টার্ন করে মিরপুর-১ হয়ে দিয়াবাড়ি ক্রসিং।

৩. আরিচা থেকে আমিনবাজার হয়ে ঢাকাগামী যানবাহন: নবীনগর বাজারে বামে টার্ন করে আশুলিয়া হয়ে চলাচল।

৪. টাঙ্গাইল থেকে ঢাকাগামী যানবাহন: কালিয়াকৈর-গাজীপুর চৌরাস্তা-টঙ্গী সড়ক ব্যবহার।

ডিএমপি জানিয়েছে, উল্লিখিত অনুষ্ঠান চলাকালে নগরবাসী, যানবাহন মালিক ও শ্রমিকদের পুলিশের নির্দেশনা মেনে বিকল্প সড়ক ব্যবহারের জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। এ বিষয়ে সবার সর্বাত্মক সহযোগিতা কামনা করেছে ডিএমপি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন