অজ্ঞান করে মিশুক ছিনিয়ে নেয়ার সময় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ভিডিপি দলনেতাদের সাহসিকতায় প্রাণে বেঁচে গেলেন ইজিবাইক চালক।
আফরোজা খানম রিতা বলেন, আমরা সামাজিক, মানবিক মূল্যবোধের বাংলাদেশ গড়তে চাই। আমরা দীর্ঘ ১৭ বছর লড়াই সংগ্রামের মাধ্যমে ২০২৪ সালের ৫ আগস্ট ফ্যাসিস্ট হাসিনা সরকারের কারাগার থেকে মুক্ত হলেও তার দোসররা দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে গোপনে কাজ করে যাচ্ছে।
নিহত জাহিদুল আহসান জিহাদ টঙ্গীর আউচপাড়া মোল্লা বাজার এলাকার মো. জাহাঙ্গীর আলমের ছেলে। তিনি ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ইনস্টিটিউটের আরএসি (রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং) বিভাগের চতুর্থ সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন।