আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বিজয় দিবসে চট্টগ্রামে শহীদদের স্মরণ

চট্টগ্রাম ব্যুরো
বিজয় দিবসে চট্টগ্রামে শহীদদের স্মরণ

মহান বিজয় দিবসে দেশের জন্য আত্মোৎসর্গকারী বীর শহীদদের শ্রদ্ধা জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, রেঞ্জ ডিআইজি, সিএমপি কমিশনার, জেলা পুলিশ সুপারসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ৷

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে নগরের কাট্টলীস্থ স্মৃতিসৌধে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে বিজয় দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। এসময় প্রথমেই পুষ্পস্তবক অর্পণ করেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন, বিভাগীয় কমিশনার ড. জিয়াউদ্দিন, জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, রেঞ্জ ডিআইজি আহসান হাবিব পলাশ, সিএমপি কমিশনার হাসিব আজিজ, জেলা পুলিশ সুপার মো. নাজির আহমেদ খান।

এরপর সর্বস্তরের মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হলে একে একে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা ও মহানগর মুক্তিযুদ্ধ সংসদ, চট্টগ্রাম প্রেস ক্লাব, বিভিন্ন রাজনৈতিক দল, ব্যাংক, বীমা, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো।

এসময় কারো হাতে ফুল, কারো ব্যানার, কারো হাতে প্ল্যাকার্ড৷ এদিকে সকাল আটটায় জেলা স্টেডিয়ামে প্যারেড ও কুচকাওয়াজ এবং বেলা ১১টায় সার্কিট হাউসে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠিত হবে। বিকাল তিনটায় প্রীতি ফুটবল ম্যাচ জেলা স্টেডিয়ামে এবং বিকেল ৪.০০ টায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিজয় মেলার সমাপনী অনুষ্ঠান নগরের সিআরবি'র শিরীষতলায় অনুষ্ঠিত হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন