আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বিটিভিতে ‘বিজয়ে পঙক্তিমালা’

বিনোদন রিপোর্টার
বিটিভিতে ‘বিজয়ে পঙক্তিমালা’

বিজয় দিবস উপলক্ষে, আসাদ কাজল-এর গ্রন্থনা ও রেজাউদ্দিন স্টালিনের উপস্থাপনায় 'বিজয়ে পঙক্তিমালা' শিরোনামের অনুষ্ঠান ১৬ ডিসেম্বর বিটিভিতে বিজয়ের অনুষ্ঠানমালায় প্রচার হবে৷

অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন আফরোজা সুলতানা। কবি আসাদ কাজলের সৃষ্টিশীল চিন্তা ও নান্দনিক লেখার বুননে ও কবি রেজাউদ্দিন স্টালিনের উপস্থাপনায় অনুষ্ঠানটিতে দর্শক দেখতে পাবেন অসাধারণ কিছু বিজয়ের কবিতা ।

বিজ্ঞাপন

এ অনুষ্ঠান প্রসঙ্গে আসাদ কাজল বলেন, লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে ও মা বোনের সম্ভ্রমে পাওয়া এ বিজয়। এ বিজয়কে আমরা হৃদয়ে ধারণ ও স্বপ্নে লালন করি। এ বিজয় রক্ষার দায়িত্ব আমাদের। এ দায়িত্ব আমাদের সমস্ত কবিতার বিন্যাসের মধ্যে তুলে ধরতে হবে। আমাদের আবেগের অন্যতম গুরুত্বপূর্ণ একটি দিন বিজয় দিবস। বিজয়ের কবিতা নিয়ে এমন একটি অনুষ্ঠান করতে পেরে আমরা আনন্দিত। রেজাউদ্দিন স্টালিন বলেন, উক্ত অনুষ্ঠানে দেশবরেণ্য কবিদের অংশগ্রহণ - অনুষ্ঠান আরও প্রাণবন্ত ও বাংলা ভাষাকে সম্মানিত করবে। সেই সঙ্গে বাংলা ভাষার প্রতি আমাদের শ্রদ্ধাবোধ জাগ্রত করবে।

অনুষ্ঠানে স্বরচিত কবিতাপাঠ করেন, আবু সালেহ, হাসান হাফিজ, মাহবুব হাসান, মোহন রায়হান, রেজাউদ্দিন স্টালিন, শাহীন রেজা, আসাদ কাজল, জাকির আবু জাফর, সোহেল রশিদ, আরিফ বিল্লাহ মিঠু, আবিদ আজম প্রমূখ ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন