
বিটিভির তারকাতর্কে চিত্রনায়িকা নূতন
কবি রেজাউদ্দিন স্টালিনের উপস্থাপনায় বাংলাদেশ টেলিভিশনে নিয়মিত প্রচার হয় চাওয়া পাওয়া অনুষ্ঠানের তারকাতর্ক পর্ব। এবারের পর্ব ‘সংসার সুখের হয় রমণীর গুণে কথাটি কতটুকু সত্য?’ এতে অংশগ্রহণ করেছেন কবি আসাদ কাজল, চিত্রনায়ক হেলাল খান, রুমানা ইসলাম মুক্তি, চিত্রনায়িকা নূতন।






















