এবার ‘সঙ্গীতা’য় ইয়াসমিন লাবণ্য

বিনোদন রিপোর্টার
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৫, ১৪: ১৪

একজন সংগীতশিল্পী হিসেবেই পরিচয় দিতে সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন এই প্রজন্মের শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী ইয়াসমিন লাবণ্য। পাশাপাশি তিনি এই দেশের একজন সমাদৃত নৃত্যশিল্পী, উপস্থাপিকা। বেশ কয়েক বছর ধরে তিনি মাছরাঙা টিভির ‘রাঙা সকাল’ উপস্থাপনা করে আসছেন। মাঝে-মধ্যে তিনি বিটিভির বিভিন্ন অনুষ্ঠানের উপস্থাপনা করেন। তবে এবারই প্রথম তিনি বিটিভির দর্শকপ্রিয় গানের ম্যাগাজিন অনুষ্ঠান ‘সঙ্গীতা’র উপস্থাপনা করলেন।

যেহেতু লাবণ্য নিজেকে একজন গায়িকা হিসেবেই পরিচয় দিতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। তাই গানের অনুষ্ঠানের উপস্থাপনার বিষয়টি তার কাছে অনেক ভালো লাগার। এরই মধ্যে গত ৫ অক্টোবর বিটিভির একটি স্টুডিওতে ‘সঙ্গীতা’য় অংশ নেওয়া কয়েকজন শিল্পীর গানের রেকর্ডিং হয়েছে।

বিজ্ঞাপন

এবারের পর্বে যারা গান গেয়েছেন তারা হলেন সুজানা রূপা, নিপা সাহা, মাকসুদুর রহমান সোহাগ, হাবিব সিরাজী, রুনা বিক্রমপুরী ও সৈকত রায়। সন্ধ্যা থেকে শুরু হওয়া গভীর রাত পর্যন্ত ‘সঙ্গীতা’র এই শুটিংয়ে অংশ নেন ইয়াসমিন লাবণ্য।

লাবণ্য বলেন, ‘সাধারণত আমি মাছরাঙা টিভিতেই উপস্থাপনা করি। এর বাইরে মাঝে মাঝে বিভিন্ন স্টেজ শোতে উপস্থাপনা করি। তবে মাছরাঙার বাইরে আমি বিটিভিতেই শুধু উপস্থাপনা করি। যেহেতু এটা সরকারি প্রচার প্রতিষ্ঠান, তাই আমার নিজেরও ভীষণ ভালো লাগে বিটিভির যে কোনো অনুষ্ঠানের উপস্থাপনা করতে। সঙ্গীতা যেহেতু গানের অনুষ্ঠান। তাই প্রথমবার উপস্থাপনা করতে গিয়ে সত্যিই আমার ভীষণ ভালো লাগল। সঙ্গীতা বিটিভির এই মুহূর্তের দর্শকপ্রিয় একটি অনুষ্ঠান। যে কারণে এই অনুষ্ঠানের উপস্থাপনা করেও আমি বেশ উচ্ছ্বসিত। ধন্যবাদ বিটিভি কর্তৃপক্ষকে আমাকে সঙ্গীতায় উপস্থাপনার সুযোগ করে দেবার জন্য। আমার উপস্থাপনার পর্বটি শিগগিরই প্রচারে আসবে।’

আপাতত নতুন কোনো গান প্রকাশ পাচ্ছে না ইয়াসমিন লাবণ্যর। বাংলাদেশ শিল্পকলা একাডেমির সিনিয়র নৃত্যশিল্পী হিসেবে একাডেমির বিভিন্ন অনুষ্ঠান নিয়ে রয়েছে বেশ ব্যস্ততা। লাবণ্য’র কণ্ঠে সর্বশেষ প্রকাশিত মৌলিক গান হলো ‘চাইনা হৃদয় ভেঙে যাক’। গানটি লিখেছেন ও সুর করেছেন অভি মঈনুদ্দীন। 

সাব-জেলে অভিযুক্ত সেনা কর্মকর্তারা, সরকারের কাছে যে আহ্বান জানালেন ব্যারিস্টার আরমান

অসদাচারণের দায়ে টঙ্গী পাইলট স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে শোকজ

জরুরি অবস্থা জারি করলেন পেরুর প্রেসিডেন্ট

গুম-খুনে জড়িত ১৫ সেনা কর্মকর্তা চাকরিচ্যুত। ট্রাইব্যুনালে হাজির। সাবজেলে প্রেরণ

এবার ১ টাকায় গরুর মাংস বিতরণের ঘোষণা সেই এমপি প্রার্থীর

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত