নতুন কুঁড়ির চূড়ান্ত বাছাই পর্ব শুরু

বিনোদন রিপোর্টার
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৫, ১৮: ৩৭

বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) শিশু ও কিশোরদের জন্য আয়োজন করা প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা ‘নতুন কুঁড়ি ২০২৫’-এর চূড়ান্ত বাছাই পর্ব শুরু হতে যাচ্ছে আগামীকাল, মঙ্গলবার। আটটি বিভাগের বিভাগীয় পর্যায়ের কঠোর বাছাই ও অডিশন শেষে এবার সেরা প্রতিযোগীরা অংশ নেবে এ চূড়ান্ত পর্যায়ে। চূড়ান্ত বাছাই পর্ব চলবে ২১ অক্টোবর পর্যন্ত।

অডিশনের স্থান নির্ধারণ করা হয়েছে বাংলাদেশ টেলিভিশন ঢাকা কেন্দ্র রামপুরা ঢাকায়। প্রতিটি বিভাগের বিভাগীয় পর্যায়ে সর্বোচ্চ নম্বর অর্জনকারী পাঁচজন প্রতিযোগী এ পর্বে অংশগ্রহণের সুযোগ পাবেন। তবে যদি একাধিক প্রতিযোগীর প্রাপ্ত নম্বর সমান হয়, তবে তারা প্রত্যেকেই চূড়ান্ত বাছাই পর্বে সুযোগ পাবেন। বিভাগীয় পর্যায়ের ফলাফল পাওয়া যাবে বিটিভির অফিশিয়াল ওয়েবসাইটে। পাশাপাশি বিভাগীয় পর্যায়ে উত্তীর্ণ প্রার্থীদের মোবাইল নম্বরে সরাসরি এসএমএস-এর মাধ্যমে অডিশনের তারিখ জানিয়ে দেওয়া হবে। অডিশনের দিন প্রার্থীদের অবশ্যই ইয়েস কার্ড সঙ্গে আনতে হবে।

বিজ্ঞাপন

চূড়ান্ত বাছাই পর্বে সাফল্য পাওয়া প্রতিযোগীরা পরবর্তী সময়ে অংশ নেবেন সেরা ১০ গ্রুমিং ও ফাইনাল পর্বে, যা তাদের প্রতিভা আরো প্রসারিত করার সুযোগ দেবে। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত স্ক্রল থেকে জানা যাবে। নতুন কুঁড়ি প্রতিযোগিতা দেশে শিশু ও কিশোরদের মধ্যে সৃজনশীলতা, প্রতিভা ও আত্মবিশ্বাস বিকাশের অন্যতম গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত। এবারের প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিটি শিশু ও কিশোর আশা জাগাচ্ছে নতুন প্রজন্মের প্রতিভা আবিষ্কারের জন্য।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত