চলছে নতুন কুঁড়ির ফাইনাল রাউন্ড

বিনোদন রিপোর্টার
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৫, ১৭: ১৭

বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণের জনপ্রিয় অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি’। এতে অংশগ্রহণকারী প্রতিযোগীরা সব রাউন্ড শেষ করে পৌঁছে গেছে ফাইনাল পর্বে।

গতকাল শুরু হয়েছে ফাইনাল রাউন্ডের প্রতিযোগিতা। যা চলবে আগামী মঙ্গলবার পর্যন্ত। ফাইনালে উত্তীর্ণ প্রতিযোগীদের প্রতি বিষয়ে ন্যূনতম তিনটি নতুন পরিবেশনার প্রস্তুতি নিতে হচ্ছে।

বিজ্ঞাপন

এ পর্বের আগে গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে ফাইনালে অংশগ্রহণকারীদের গ্রুমিং সেশন। যেখানে অভিজ্ঞ প্রশিক্ষক ও শিল্পীরা উত্তীর্ণ প্রতিযোগীদের পারফরম্যান্স, উপস্থাপনা ও মঞ্চনৈপুণ্য আরো উন্নত করার দিকনির্দেশনা দিয়েছেন। ফাইনাল পর্ব অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ টেলিভিশন ঢাকা কেন্দ্র, রামপুরা, ঢাকায় । ‘সেরা দশ’ পর্বের প্রতিটি শাখায় ও বিষয়ে সর্বোচ্চ নম্বর প্রাপ্ত ৫ জন প্রতিযোগী ফাইনাল পর্বে অংশগ্রহণ করছে। তবে, একই নম্বরপ্রাপ্ত একাধিক প্রতিযোগীকেও এই রাউন্ডে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে।

‘সেরা দশ’ পর্বের ফলাফল বিটিভির অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। উত্তীর্ণ প্রতিযোগীদের প্রদত্ত মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে ফাইনাল পর্বের তারিখ জানিয়ে দেওয়া হয়েছে। অডিশনে প্রতিযোগীদের ইয়েস কার্ড সঙ্গে আনতে বলেছে বিটিভি কর্তৃপক্ষ। তাছাড়া বিস্তারিত তথ্য বিটিভির ওয়েবসাইট ছাড়াও টেলিভিশনে প্রচারিত স্ক্রল থেকেও জানা যাবে।

উল্লেখ্য, দেশের বিভিন্ন অঞ্চল থেকে বাছাই করা প্রতিভাবান শিশু-কিশোররা ইতোমধ্যেই সব রাউন্ড সফলভাবে শেষ করেছে। এবার তারা ফাইনালে সংগীত, নৃত্য, আবৃত্তি, গল্প বলা, কৌতুক, অভিনয়সহ বিভিন্ন বিভাগে নিজেদের সেরা পারফরম্যান্স উপস্থাপনের মাধ্যমে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জনের লক্ষ্যে লড়বে। ফাইনাল পর্বের বিভিন্ন বিভাগের অনুষ্ঠানগুলো বাংলাদেশ টেলিভিশনে বিশেষ সময়সূচি অনুযায়ী সম্প্রচারিত হবে।

দর্শকরা সারা দেশের উদীয়মান শিল্পীদের সৃজনশীলতা ও প্রতিভা উপভোগ করতে পারবেন এই সম্প্রচারে। এছাড়াও বাংলাদেশ টেলিভিশনের অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলেও পর্বগুলো দেখা যাবে। প্রসঙ্গত, নতুন প্রজন্মের মেধা বিকাশে ও সাংস্কৃতিক চর্চা বাড়াতে ‘নতুন কুঁড়ি’ বহু বছর ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এবারের আয়োজনেও প্রত্যাশা, নতুন প্রজন্মের মেধা ও মননের বিকাশে এটি হয়ে উঠবে একটি অনুপ্রেরণামূলক মঞ্চ।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত