‘নতুন কুঁড়ি ২০২৫’-এ ইয়েস কার্ড পেলেন যারা

বিনোদন রিপোর্টার
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১৮: ১৮

বহুবছর পর আবারও বাংলাদেশ টেলিভিশনের আয়োজনে সারা দেশব্যাপী শুরু হয়েছে ‘নতুন কুঁড়ি ২০২৫’-এর মাধ্যমে প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা। এরইমধ্যে সারা দেশের ১৯টি জেলায় প্রাথমিক পর্যায়ের প্রতিযোগিতা প্রায় শেষ হয়েছে।

ময়মনসিংহ শহরে টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, কিশোরগঞ্জ, নেত্রকোণা ও শেরপুরের প্রতিযাগিরা ‘নতুন কুঁড়ি ২০২৫’-এর প্রাথমিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এই প্রতিযোগিতায় শুধু টাঙ্গাইলের মধুপুরের ‘মধুপুর নৃত্যাঙ্গন সংস্থা’ থেকেই ১৯ জন নৃত্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ১০ জন ইয়েস কার্ড পেয়েছেন।

বিজ্ঞাপন

‘মধুপুর নৃত্যাঙ্গন সংস্থা’ থেকে যারা নৃত্যে ইয়েস কার্ড পেয়েছে তারা হলো- আদিবা চৌধুরী অঙ্কিতা সাধারন নৃত্য, জান্নাতুল করবী-উচ্চাঙ্গ ও সাধারন নৃত্য, শাইয়ারা তসনিম-উচ্চাঙ্গ ও সাধারন নৃত্য, খ্রিষ্টি চাম্বুগং -উচ্চাঙ্গ ও সাধারণ নৃত্য, নন্দিনী দেবনাথ-উচ্চাঙ্গ ও সাধারন নৃত্য, অয়ারিশা ওড়না-উচ্চাঙ্গ ও সাধারণ নৃত্য, মৌমিতা জাম্বু গং-সাধারন নৃত্য, শ্রদ্ধা সাহা-সাধারন নৃত্য, মারিয়া নকরেক -সাধারন নৃত্য ও মায়মনা -সাধারন নৃত্য।

আগামী ৪ অক্টোবর থেকে বিভাগীয় পর্যায়ে শুরু হবে ‘নতুন কুঁড়ি ২০২৫’ প্রতিযোগিতা। ‘মধুপুর নৃত্যাঙ্গন সংস্থা’র ইয়েস কার্ড পাওয়া শিল্পীরা বিশ্বাস করে যে তারা বিভাগীয় পর্যায়েও প্রতিষ্ঠানের সুনাম অক্ষুণ্ন রাখবেন।

‘মধুপুর নৃত্যাঙ্গন সংস্থা’র কর্ণধার মো. সাইফুল ইসলাম বলেন, ‘আমি ভীষণ গর্বিত আমার প্রতিষ্ঠানের নৃত্যশিল্পীদের নিয়ে। তারা যে আমাকে নতুন কুঁড়ি ২০২৫-প্রতিযোগিতায় প্রাথমিক পর্যায়ে এতোটা সম্মান বয়ে এনে দিবে এটা আমি কল্পনাও করিনি। যে কারণে আমি শিক্ষার্থীদের উপর ভীষণ সন্তুষ্ট এবং তাদের নিয়ে আমি গর্বিত।’

সাব-জেলে অভিযুক্ত সেনা কর্মকর্তারা, সরকারের কাছে যে আহ্বান জানালেন ব্যারিস্টার আরমান

অসদাচারণের দায়ে টঙ্গী পাইলট স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে শোকজ

জরুরি অবস্থা জারি করলেন পেরুর প্রেসিডেন্ট

গুম-খুনে জড়িত ১৫ সেনা কর্মকর্তা চাকরিচ্যুত। ট্রাইব্যুনালে হাজির। সাবজেলে প্রেরণ

এবার ১ টাকায় গরুর মাংস বিতরণের ঘোষণা সেই এমপি প্রার্থীর

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত