বিনোদন রিপোর্টার
বহুবছর পর আবারও বাংলাদেশ টেলিভিশনের আয়োজনে সারা দেশব্যাপী শুরু হয়েছে ‘নতুন কুঁড়ি ২০২৫’-এর মাধ্যমে প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা। এরইমধ্যে সারা দেশের ১৯টি জেলায় প্রাথমিক পর্যায়ের প্রতিযোগিতা প্রায় শেষ হয়েছে।
ময়মনসিংহ শহরে টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, কিশোরগঞ্জ, নেত্রকোণা ও শেরপুরের প্রতিযাগিরা ‘নতুন কুঁড়ি ২০২৫’-এর প্রাথমিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এই প্রতিযোগিতায় শুধু টাঙ্গাইলের মধুপুরের ‘মধুপুর নৃত্যাঙ্গন সংস্থা’ থেকেই ১৯ জন নৃত্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ১০ জন ইয়েস কার্ড পেয়েছেন।
‘মধুপুর নৃত্যাঙ্গন সংস্থা’ থেকে যারা নৃত্যে ইয়েস কার্ড পেয়েছে তারা হলো- আদিবা চৌধুরী অঙ্কিতা সাধারন নৃত্য, জান্নাতুল করবী-উচ্চাঙ্গ ও সাধারন নৃত্য, শাইয়ারা তসনিম-উচ্চাঙ্গ ও সাধারন নৃত্য, খ্রিষ্টি চাম্বুগং -উচ্চাঙ্গ ও সাধারণ নৃত্য, নন্দিনী দেবনাথ-উচ্চাঙ্গ ও সাধারন নৃত্য, অয়ারিশা ওড়না-উচ্চাঙ্গ ও সাধারণ নৃত্য, মৌমিতা জাম্বু গং-সাধারন নৃত্য, শ্রদ্ধা সাহা-সাধারন নৃত্য, মারিয়া নকরেক -সাধারন নৃত্য ও মায়মনা -সাধারন নৃত্য।
আগামী ৪ অক্টোবর থেকে বিভাগীয় পর্যায়ে শুরু হবে ‘নতুন কুঁড়ি ২০২৫’ প্রতিযোগিতা। ‘মধুপুর নৃত্যাঙ্গন সংস্থা’র ইয়েস কার্ড পাওয়া শিল্পীরা বিশ্বাস করে যে তারা বিভাগীয় পর্যায়েও প্রতিষ্ঠানের সুনাম অক্ষুণ্ন রাখবেন।
‘মধুপুর নৃত্যাঙ্গন সংস্থা’র কর্ণধার মো. সাইফুল ইসলাম বলেন, ‘আমি ভীষণ গর্বিত আমার প্রতিষ্ঠানের নৃত্যশিল্পীদের নিয়ে। তারা যে আমাকে নতুন কুঁড়ি ২০২৫-প্রতিযোগিতায় প্রাথমিক পর্যায়ে এতোটা সম্মান বয়ে এনে দিবে এটা আমি কল্পনাও করিনি। যে কারণে আমি শিক্ষার্থীদের উপর ভীষণ সন্তুষ্ট এবং তাদের নিয়ে আমি গর্বিত।’
বহুবছর পর আবারও বাংলাদেশ টেলিভিশনের আয়োজনে সারা দেশব্যাপী শুরু হয়েছে ‘নতুন কুঁড়ি ২০২৫’-এর মাধ্যমে প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা। এরইমধ্যে সারা দেশের ১৯টি জেলায় প্রাথমিক পর্যায়ের প্রতিযোগিতা প্রায় শেষ হয়েছে।
ময়মনসিংহ শহরে টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, কিশোরগঞ্জ, নেত্রকোণা ও শেরপুরের প্রতিযাগিরা ‘নতুন কুঁড়ি ২০২৫’-এর প্রাথমিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এই প্রতিযোগিতায় শুধু টাঙ্গাইলের মধুপুরের ‘মধুপুর নৃত্যাঙ্গন সংস্থা’ থেকেই ১৯ জন নৃত্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ১০ জন ইয়েস কার্ড পেয়েছেন।
‘মধুপুর নৃত্যাঙ্গন সংস্থা’ থেকে যারা নৃত্যে ইয়েস কার্ড পেয়েছে তারা হলো- আদিবা চৌধুরী অঙ্কিতা সাধারন নৃত্য, জান্নাতুল করবী-উচ্চাঙ্গ ও সাধারন নৃত্য, শাইয়ারা তসনিম-উচ্চাঙ্গ ও সাধারন নৃত্য, খ্রিষ্টি চাম্বুগং -উচ্চাঙ্গ ও সাধারণ নৃত্য, নন্দিনী দেবনাথ-উচ্চাঙ্গ ও সাধারন নৃত্য, অয়ারিশা ওড়না-উচ্চাঙ্গ ও সাধারণ নৃত্য, মৌমিতা জাম্বু গং-সাধারন নৃত্য, শ্রদ্ধা সাহা-সাধারন নৃত্য, মারিয়া নকরেক -সাধারন নৃত্য ও মায়মনা -সাধারন নৃত্য।
আগামী ৪ অক্টোবর থেকে বিভাগীয় পর্যায়ে শুরু হবে ‘নতুন কুঁড়ি ২০২৫’ প্রতিযোগিতা। ‘মধুপুর নৃত্যাঙ্গন সংস্থা’র ইয়েস কার্ড পাওয়া শিল্পীরা বিশ্বাস করে যে তারা বিভাগীয় পর্যায়েও প্রতিষ্ঠানের সুনাম অক্ষুণ্ন রাখবেন।
‘মধুপুর নৃত্যাঙ্গন সংস্থা’র কর্ণধার মো. সাইফুল ইসলাম বলেন, ‘আমি ভীষণ গর্বিত আমার প্রতিষ্ঠানের নৃত্যশিল্পীদের নিয়ে। তারা যে আমাকে নতুন কুঁড়ি ২০২৫-প্রতিযোগিতায় প্রাথমিক পর্যায়ে এতোটা সম্মান বয়ে এনে দিবে এটা আমি কল্পনাও করিনি। যে কারণে আমি শিক্ষার্থীদের উপর ভীষণ সন্তুষ্ট এবং তাদের নিয়ে আমি গর্বিত।’
নতুন নির্মাণ নিয়ে ফিরছেন গুণী নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম । এবারের কাজটি রোমান্টিক কমেডি ধাঁচের, নাম ‘পারফেক্ট ওয়াইফ’ । এটি মুক্তি পাবে দেশের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে ।
২ ঘণ্টা আগেশিক্ষকতা পেশা এবং আবৃত্তি, বিতর্ক, বক্তৃতা, অভিনয়ের প্রতি কতটা ভালোবাসা থাকলে, নিজে স্বাধীনমতো কাজ করার জন্য এক জীবনে বিয়েই করলেন না সাভার সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান শাহানা জাহান সিদ্দিকা।
২ ঘণ্টা আগেআদালতের নির্দেশে চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ২৯ বছর পর হত্যা মামলা দায়ের করা হলো। মামলায় অভিযুক্ত করা হয়েছে নায়ক সালমান শাহর স্ত্রী সামিরা হকসহ মোট ১১ জনকে।
১৮ ঘণ্টা আগেঅভিনেত্রী কাজী নওশাবা আহমেদ দীর্ঘদিন পর চয়নিকা চৌধুরী পরিচালিত ‘দ্বিতীয় বিয়ের পর’ নামে একটি নাটকে অভিনয় করেছেন। নাটকে নওশাবার সহশিল্পী ইরফান সাজ্জাদ ও আইশা খান।
২০ ঘণ্টা আগে