ঐন্দ্রিলা, বাংলাদেশের চলচ্চিত্রের মহানায়ক’খ্যাত নায়ক বুলবুল আহমেদের ছোট কন্যা। ছোটবেলা থেকেই তিনি অভিনয়ের সাথে সম্পৃক্ত। পাশাপাশি তিনি গানও গেয়ে থাকেন। একটা সময় এসে তিনি নিজেকে উপস্থাপনার সাথেও সম্পৃক্ত করেন।
ঐন্দ্রিলা যে সময়টাতে অভিনয় শুরু করেন, সেই সময়টা থেকেই দেশে বিদেশে তার অসংখ্য ভক্ত তৈরি হয়ে যায়। তার নতুন নতুন কাজের জন্য একসময় দর্শক অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করতেন। অভিনয়ে একটা সময় এসে ঐন্দ্রিলা বিরতি দেন। বিরতির পর ২০১৭ সালে আবারো তিনি অভিনয় শুরু করেন। টানা কয়েকটি নাটকে অভিনয় করার পর এখন আবার অভিনয়ে বলা যায় অঘোষিতভাবে বিরতিই টেনেছেন। কারণ মনের মতো গল্প ও চরিত্র পাচ্ছেন না। যে কারণে ঐন্দ্রিলাকে আপাতত নাটকে দেখা যাচ্ছে না।
তবে ঐন্দ্রিলার সবসময়ই সবচেয়ে বেশি আগ্রহ অভিনয়কে ঘিরে। ভালো গল্প, চরিত্র পেলে তিনি অভিনয় করতে চান। মাঝে মাঝে ঐন্দ্রিলাকে বিভিন্ন টকশো’তে দেখা যায়। তবে এরইমধ্যে তিনি বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত রান্না বিষয়ক অনুষ্ঠান ‘আমাদের রসুই ঘর’-এর উপস্থাপনা করছেন। অনুষ্ঠানটি কিছুদিন আগেই বিটিভিতে প্রচার শুরু হয়েছে। সপ্তাহের প্রতি রবি ও সোমবার বিটিভিতে প্রচার হয়।
ঐন্দ্রিলা বলেন, ‘এই মুহুর্তে বিটিভির আমাদের রসুই ঘর অনুষ্ঠানটি নিয়েই ব্যস্ত আছি। যেহেতু প্রতি সপ্তাহে দু’বার এই অনুষ্ঠানটি প্রচার হয়, মাসে আটটি পর্ব-সে কারণে আমাকে এই অনুষ্ঠানেরই জন্য বেশ সময় দিতে হয়। বাকিটুকু সময় নিজের জন্য, সংসার-সন্তানের জন্য দিতেই হয়। তবে যেহেতু অভিনয়ের পাশাপাশি উপস্থাপনা করতে আমার ভালোলাগে। তাই উপস্থাপনাটা ভীষণ স্বাচ্ছন্দ্যতা নিয়ে করি। আর অভিনয়ের কথা যদি বলতে হয় তাহলে বলবো অবশ্যই ভালো গল্প সুন্দর চরিত্র পেলে অভিনয় করবো। কারণ অভিনয় করতেই আমার সবচেয়ে বেশি ভালোলাগে। এখনো অনেক ভক্ত দর্শকের কাছ থেকে অনুরোধ আসে অভিনয় করার। তাদের উদ্দেশ্যে বলতে চাই-নিশ্চয়ই আমি ভালো গল্প-চরিত্র পেলে অভিনয়ে ফিরবো।’
একসময় নিজের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে অনেক নাটক প্রযোজনাও করেছিলেন। সে কাজগুলো দর্শকপ্রিয়তা পেয়েছে। বাবাকে নিয়ে ঐন্দ্রিলার অনেক স্বপ্ন ও পরিকল্পনা রয়েছে। শুধু বাবাকে নিয়ে চলচ্চিত্র নির্মাণ করবেন বিধায় বলে ফিল্ম বিষয়ে ভর্তি হয়েছিলেন। চলচ্চিত্র নির্মাণে এখন নিজেকে উপযুক্ত মনে করছেন তিনি। যেহেতু এটি রিসার্চ বেইজড কাজ, তাই পারফেক্টলি করতে হলে অনেক সময় লাগবে, জানালেন ঐন্দ্রিলা।

