বিটিভির তারকাতর্কে নজরুল প্রসঙ্গে চার অতিথি

বিনোদন রিপোর্টার
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৫, ১৩: ৫৫

কবি রেজাউদ্দিন স্টালিনের উপস্থাপনায় বাংলাদেশ টেলিভিশনে নিয়মিত প্রচার হয় চাওয়া পাওয়া অনুষ্ঠানের তারকাতর্ক পর্ব। এবারের পর্ব ‘নজরুল চর্চা: প্রতিবন্ধকতায় কে বেশি দায়ী? প্রতিষ্ঠান নাকি পাঠক’। এতে অংশগ্রহণ করেছেন ড. নাশিদ কামাল, ড.অনিমা রায়, ড. হায়াতুল্লাহ ও কবি আসাদ কাজল।

অনুষ্ঠানের অতিথি কবি আসাদ কাজল এ অনুষ্ঠান প্রসঙ্গে বলেন, উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে সত্যিই ভালো লেগেছে। তারকাতর্কে বলতে পেরেছি, নজরুলের হৃদয়তাত্ত্বিক গবেষণা, নজরুল চর্চায়- প্রতিষ্ঠানের নানা পদক্ষেপের কথা। পাশাপাশি স্কুল কলেজে নজরুল পাঠাগার প্রতিষ্ঠা,পর্যাপ্ত আর্থিক সরকারি বরাদ্দ, পাঠ্যপুস্তকে আরো নজরুল গুরুত্ব, নজরুল জীবনীর উপর পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ, রেডিও টেলিভিশনে নজরুল দিবস ছাড়াও নিয়মিত নজরুল চর্চার স্বপক্ষে নানান দাবি ও যুক্তি তুলে ধরতে পেরেছি।

বিজ্ঞাপন

কবি রেজাউদ্দিন স্টালিন বলেন, ‘নজরুল চর্চা: প্রতিবন্ধকতায় কে বেশি দায়ী? প্রতিষ্ঠান নাকি পাঠক?" এর পক্ষে বিপক্ষে উভয় পক্ষই ভালো বলেছেন । তারা নিজ নিজ অবস্থান থেকে নিজ নিজ যুক্তি উপস্থাপন করেছেন । এ অনুষ্ঠানটি প্রচারিত হবে বিটিভিতে আজ রোববার সন্ধ্যা ৭টায়৷ প্রযোজনা করেছেন এল রুমা।

গভীর রাতে বিএনপি নেতার বিরুদ্ধে ওএমএসের চাল বিক্রির অভিযোগ

শপথ নিলেন পিএসসির নতুন সদস্য আফতাব হোসেন

মোটরবাইক নিষেধাজ্ঞায় বিলিয়ন ডলারের বাজার হারানোর শঙ্কায় ভিয়েতনাম

বিএনপি নেতার চাপে জুলাই হত্যা মামলার দুই আসামিকে ছেড়ে দিলেন ওসি

সাবেক আইজিপি মামুন অন্যের ঘাড়ে বন্দুক রেখে বাঁচার চেষ্টা করছেন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত