
বিটিভির তারকাতর্কে নজরুল প্রসঙ্গে চার অতিথি
কবি রেজাউদ্দিন স্টালিনের উপস্থাপনায় বাংলাদেশ টেলিভিশনে নিয়মিত প্রচার হয় চাওয়া পাওয়া অনুষ্ঠানের তারকাতর্ক পর্ব। এবারের পর্ব ‘নজরুল চর্চা: প্রতিবন্ধকতায় কে বেশি দায়ী? প্রতিষ্ঠান নাকি পাঠক’। এতে অংশগ্রহণ করেছেন ড. নাশিদ কামাল, ড.অনিমা রায়, ড. হায়াতুল্লাহ ও কবি আসাদ কাজল।






















