জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘আলেয়া’ নাটক নিয়ে বিটিভিতে প্রচারের জন্য ফিরোজ আহমেদ দুলাল নির্মাণ করেছেন ‘আলেয়া’ নামের একটি নাটক। ‘আলেয়া’ কাজী নজরুল ইসলাম রচিত দ্বিতীয় নাটক। এটি ১৯৩১ সালে মঞ্চস্থ ও প্রকাশিত হয়। ‘মরুতৃষা’ শিরোনামে লিখলেও পরবর্তীতে নাম পরিবর্তন করে ‘আলেয়া’ করা হয়। ত্রিভুজ প্রেম ও তার পরিণয় এই নাটকের প্রধান বিষয়বস্তু।
রবীন্দ্রনাথ ঠাকুরের মায়ার খেলা নাটকের সাথে এর বিষয়বস্তুর মিল থাকলেও নজরুল গল্পের জটিলতা ও নাট্যের তীব্র গতি দিয়ে একে স্বতন্ত্র করে তুলেছেন। এই নাটকে কাকলী চরিত্রে অভিনয় করেছেন দর্শকপ্রিয় অভিনেত্রী শিউলী শিলা।
এরইমধ্যে বিটিভিতে নাটকটির দৃশ্য ধারনের কাজ শেষ হয়েছে বলে জানান শিউলী শিলা। শিউলী শিলা বলেন, ‘আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। ছোটবেলায় তার লেখা বহু কবিতা, গল্প পড়ার সুযোগ হয়েছে। তবে বড় বেলায় এসেও সেই ধারাবাহিকতায় এখনো বজায় আছে। আমার পরম সৌভাগ্য যে আমি কাজী নজরুল ইসলামের লেখা দ্বিতীয় নাটকে অভিনয় করতে পেরেছি। কাকলী চরিত্রে অভিনয় করেছি আমি। অনেক শ্রম দিতে হয়েছে চরিত্রটি ফুটিয়ে তোলার জন্য। আন্তরিক কৃতজ্ঞতা জানাই পরিচালককে আমাকে এই নাটকে অভিনয়ের সুযোগ করে দেবার জন্য। সত্যি বলতে কী আমার অভিনয় ক্যারিয়ারের শুরুর দিকে আমি বিটিভিতে বহু নাটকে অভিনয় করেছি। এখনো করছি। বিটিভির নাটকে কিংবা ম্যাগাজিন অনুষ্ঠানে কাজ করতে ভীষণ ভালোলাগে।’
শিউলী শিলা জানান আগামী ২৯ আগস্ট কাজী নজরুল ইসলামের মৃত্যু বার্ষিকীতে বিটিভিতে প্রচার হবে। প্রয়াত বরেণ্য চলচ্চিত্র পরিচালক বেলাল আহমেদ’র নির্দেশনায় সরকারী অনুদানে নির্মিত ‘অনিশ্চিত যাত্রা’ সিনেমায় একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন শিউলী শিলা। এছাড়াও বাংলাদেশের সিনেমার সুপারস্টার শাকিব খানের সঙ্গেও একটি সিনেমাতে অভিনয় করার সুযোগ হয়েছিলো প্রয়াত এমবি মানকি পরিচালিত ‘প্রেম কয়েদী’ সিনেমায়।

