নজরুলের মৃত্যুবার্ষিকীতে ‘উন্নত মম শির’

বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৫, ১১: ৪০

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে দুরন্ত টিভি আয়োজন করেছেন বিশেষ নৃত্যানুষ্ঠান ‘উন্নত মম শির’। অমিত চৌধুরীর নৃত্য পরিচালনায় অনুষ্ঠানটিতে নৃত্য পরিবেশন করবে নৃত্য সংগঠন ‘সাধনা’র নৃত্যশিল্পী- রুদমিলা প্রিয়ন্তি চৌধুরী, আরিশা চৌধুরী, নোহলী ইসলাম রিয়া, লাবণ্য দাশ গুপ্তা, মাহিনুর মাহজাবিন রুপ, আনুভা চৌধুরী ও মধুরিমা রয়।

‘উন্নত মম শির’ অনুষ্ঠানটিতে দ্রোহ, প্রেম ও সাম্যের কবি নজরুল ইসলামের বিভিন্ন গান ও কবিতাকে এক সঙ্গে বিন্যস্ত করেছেন নৃত্য পরিচালক অমিত চৌধুরী। যেখানে ব্যবহৃত হয়েছে কবির জনপ্রিয় ও বিখ্যাত কিছু রচনা। যার মধ্যে আছে কবিতা-বিদ্রোহী ও নারী, গান-মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম, গঙ্গা সিন্ধু নর্মদা, শিউলি তলায় ভোর বেলা, রুমঝুম রুমঝুম ও এলো ঐ বনান্তে পাগল বসন্ত।

বিজ্ঞাপন

পার্থ প্রতিম হালদার পরিচালিত বিশেষ নৃত্যানুষ্ঠান ‘উন্নত মম শির’ প্রচারিত হবে ২৭ আগস্ট সকাল ১১টা ৩০ মিনিটে ও সন্ধ্যা ৬টায়

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত