লাবণ্যর কণ্ঠে কবি নজরুলের ‘ঐ ঘর ভোলানো সুরে’

বিনোদন রিপোর্টার
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৫, ২২: ০০

পেশাগত কাজের কারণেই শোবিজ অঙ্গনে সমসাময়িক শিল্পীদের চেয়ে অনেকটাই আলাদা জায়গা করে নিয়েছে ইয়াসমিন লাবণ্য। তিনি একাধারে গান করেন, নাচ করেন আবার উপস্থাপনাও করেন। এবার ইয়াসমিন লাবণ্যর কণ্ঠে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘ঐ ঘর ভোলানো সুরে’ গানটি। মো. স্মরণ ও কৌশিক আহমেদ অন্তরের সঙ্গীতায়োজনে গানে কণ্ঠ দিলেন ইয়াসমিন লাবণ্য।

এরই মধ্যে গত শনিবার বিকেলে অন্তরের স্টুডিওতে গানটির রেকর্ডিং-এর কাজ সম্পন্ন হয়েছে। স্টুডিওতেই ভিডিও ভার্সন ধারণ করা হয়েছে। চলছে গানটির পূর্ণ সঙ্গীতায়োজনের কাজ।

বিজ্ঞাপন

ইয়াসমিন লাবণ্য বলেন, ‘এর আগে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের আমার আপনার চেয়ে আপন যে জন, আমায় নহে গো, বেদনার পারাবার করে হাহাকার, নাইবা পেলাম তোমার গলার হার গানগুলো গেয়েছি আমি। এই গানগুলো প্রকাশের পর একটু একটু করে বেশ ভালো সাড়া পেয়েছি। কিছুদিন আগেই কবির প্রয়াণ দিবস পার হলো। সেই সময়টায় সবকিছু মিলিয়ে এতো ব্যস্ত ছিলাম যে প্রতিবারের মতো এবার আর কবিকে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে গান গাওয়া হয়নি। তাই কয়েকদিন পর হলেও এই গানটি করেছি।

ইয়াসমিন লাবণ্য, বাংলাদেশ শিল্পকলা একাডেমি (ঢাকা) সিনিয়র নৃত্যশিল্পী হিসেবে কর্মরত আছেন। এছাড়াও তিনি মাছরাঙ্গা’র নিয়মিত উপস্থাপিকা। নিজের মৌলিক গান প্রকাশের ক্ষেত্রেও তিনি এখন একটু বেশি সময় দেবার ভাবনায় আছেন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত