রাজবাড়ীতে কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী উদযাপিত

জেলা প্রতিনিধি, রাজবাড়ী
প্রকাশ : ২৬ মে ২০২৫, ১৭: ৩৭

রাজবাড়ীতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী পালিত হয়।

রোববার বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তারিকুল হাসান।

বিজ্ঞাপন

'চব্বিশের গণ অভ্যুত্থান: কাজী নজরুল ইসলামের উত্তরাধিকার' এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে জাতীয় কবির ১২৬ তম জন্মবার্ষিকী পালন করে রাজবাড়ী জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমি।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন জেলা প্রশাসক সুলতানা আক্তার এবং পুলিশ সুপার মো: কামরুল হাসান। অন্যদের মধ্যে বক্তৃতা করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (অতিরিক্ত জেলা প্রশাসক) মাজহারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ইমরুল হাসান, সরকারি আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক ইকরামুল ইসলাম এবং মরমি শিল্পী কাঙালিনী সুফিয়া।

আলোচনা সভা শেষে মনোজ্ঞ নৃত্য ও সংগীত পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা।

এমএস

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত