আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

রাজবাড়ীতে কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী উদযাপিত

জেলা প্রতিনিধি, রাজবাড়ী

রাজবাড়ীতে কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী উদযাপিত

রাজবাড়ীতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী পালিত হয়।

রোববার বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তারিকুল হাসান।

বিজ্ঞাপন

'চব্বিশের গণ অভ্যুত্থান: কাজী নজরুল ইসলামের উত্তরাধিকার' এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে জাতীয় কবির ১২৬ তম জন্মবার্ষিকী পালন করে রাজবাড়ী জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমি।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন জেলা প্রশাসক সুলতানা আক্তার এবং পুলিশ সুপার মো: কামরুল হাসান। অন্যদের মধ্যে বক্তৃতা করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (অতিরিক্ত জেলা প্রশাসক) মাজহারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ইমরুল হাসান, সরকারি আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক ইকরামুল ইসলাম এবং মরমি শিল্পী কাঙালিনী সুফিয়া।

আলোচনা সভা শেষে মনোজ্ঞ নৃত্য ও সংগীত পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা।

এমএস

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন