বাংলা একাডেমি সংস্কারে কমিটি গঠন করা হবে : ফারুকী

ঢাবি সংবাদদাতা
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৫, ১৮: ৪৮

বাংলা একাডেমিকে একটি চলমান প্রতিষ্ঠানে পরিণত করতে চিন্তাবিদদের সাহায্যে একটি সংস্কার কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

শনিবার বাংলা একাডেমি প্রাঙ্গণে অমর একুশে বইমেলা ২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। বইমেলা উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বিজ্ঞাপন

এসময় ফারুকী বলেন, বাংলা একাডেমির সামনের পথচলা কেমন হওয়া উচিত, তা নিয়ে আমাদের আত্মোপলব্ধি করতে হবে। আমরা দায়িত্ব নেওয়ার পর অনুভব করেছি, নতুন চিন্তা যারা উসকে দেয়, তাদের সঙ্গে বাংলা একাডেমির যোগাযোগ সীমিত। সেকারণে গুরুত্বপূর্ণ চিন্তাবিদদের সাহায্যে বাংলা একাডেমির একটি সংস্কার কমিটি গঠন করা হবে। তাদের কাজ হবে বাংলা একাডেমিকে একটি চলমান প্রতিষ্ঠানে পরিণত করা। একাডেমিতে পুরোনো চিন্তার গবেষণা যেমন হবে, তার সাথে নতুন চিন্তার যেন একটি সংযোগ হয়।

বাংলা একাডেমিতে গবেষণা কার্যক্রম বাড়ানো প্রসঙ্গে তিনি বলেন, বাংলা একাডেমি শিল্প-সাহিত্যের একটি গবেষণামূলক প্রতিষ্ঠান। তাই এ প্রতিষ্ঠানকে সর্বাগ্রে গবেষণায় মনোযোগ দিতে হবে। ইতোমধ্যে বাংলা একাডেমি এ বিষয়ে উদ্যোগ নিয়েছে। সম্প্রতি বাংলা একাডেমি ৫০ টি গবেষণা প্রবন্ধ এবং একবছর মেয়াদী ১০ টি গবেষণা বৃত্তি আহ্বান করেছে।

একটা নতুন সময়ে এবছরের বইমেলা উদযাপিত হচ্ছে উল্লেখ করে তিনি আরো বলেন, জুলাইয়ের মাধ্যমে বাংলাদেশ একটি নতুন পর্বে প্রবেশ করেছে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত