আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

তিতুমীরের শিক্ষার্থীদের যে অনুরোধ করলেন নাহিদ

ঢাবি সংবাদদাতা
তিতুমীরের শিক্ষার্থীদের যে অনুরোধ করলেন নাহিদ

বিশ্ববিদ্যালয়ের দাবিতে তিতুমীর কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধসহ জনসাধারণকে ভোগান্তিতে না ফেলার অনুরোধ জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।

সোমবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলে সরস্বতী পূজা পরিদর্শনে এসে এ আহ্বান জানান তিনি।

বিজ্ঞাপন

নাহিদ বলেন, যেকোনো আন্দোলনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো জনসমর্থন। শিক্ষার্থীদের এই বিষয়টি খুব সংবেদনশীলভাবে বিবেচনা করা উচিত। শিক্ষার্থীরা যখন যৌক্তিক দাবি নিয়ে মাঠে এসেছে, মানুষ তাদের সমর্থন করেছিল। আমরা যেকোনো দাবিকে ইতিবাচক হিসেবে দেখছি। যতটুকু সম্ভব আমরা দাবিগুলো পূরণের চেষ্টা করছি।

তিতুমীর কলেজের শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে অনেক কিছু করাই সম্ভব না। গণভোগান্তি না করে শিক্ষার্থীরা যেন এই বিষয়টা মাথায় রাখে। আশাকরি সবার জন্যই ভালো কিছু হবে।

তিনি আরো বলেন, সাত কলেজের সমস্যাটি দীর্ঘদিন ধরে একটি জটিল সমস্যায় পরিণত হয়েছে। বিগত সময়ে শিক্ষা বিষয়ে ভুল সিদ্ধান্তের কারণে হাজারও শিক্ষার্থীর জীবনের ওপর এর প্রভাব পড়ছে। অন্তর্বর্তীকালীন সরকার শুরু থেকেই সাত কলেজের এ সমস্যাটি সমাধানের সোচ্চার ছিল। এখানকার প্রত্যেকটা কলেজকে গুরুত্ব দিয়েই আলোচনা করা হচ্ছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন