ইরানে ইসরাইলি-মার্কিন আগ্রাসনের তীব্র নিন্দা বিভিন্ন সংগঠনের

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২২ জুন ২০২৫, ২২: ২৮

ইরানে ইসরাইলি ও মার্কিন আগ্রাসনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিভিন্ন সংগঠন। আলাদা বিবৃতিতে সংশ্লিষ্ট নেতারা এই অন্যায় আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করার আহ্বান জানান।

রোববার এক বিবৃতিতে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলেন, ইরানে মার্কিনের এই হামলা শুধু একটি রাষ্ট্রের সার্বভৌমত্বের ওপর আঘাত নয়, বরং সমগ্র মুসলিম উম্মাহর জন্য একটি হুমকিস্বরূপ।

বিজ্ঞাপন

এমন আগ্রাসী পদক্ষেপ আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা এবং ন্যায়বিচারের পরিপন্থী। আমরা বিশ্বাস করি, মুসলিম বিশ্বের একতা ও প্রতিরোধ শক্তিকে ধ্বংস করার একটি গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবেই এই হামলা ঘটানো হয়েছে।

তারা বিশ্বের মুসলিম রাষ্ট্রসমূহ, ওআইসি এবং শান্তিকামী সব শক্তির প্রতি এই অন্যায় আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করার আহ্বান জানান।

নেজামে ইসলাম পার্টির আমির আল্লামা সরওয়ার কামাল আজিজী ও মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার এক যুক্ত বিবৃতিতে বলেন, অবৈধ দখলদার ইসরাইল পৃথিবীর শান্তি ও মানবতা ধ্বংসের ঘৃণ্যতম গভীর চক্রান্ত চালিয়ে যাচ্ছে। এরই অংশ হিসেবে তারা ইরানে বর্বরোচিত হামলা করে নতুন করে যুদ্ধের দামামা বাজিয়ে দিয়েছে। ফলে ইরান-ইসরাইলের মধ্যে ভয়াবহ যুদ্ধ শুরু হয়ে যায়। এরইমধ্যে সম্পূর্ণ অযাচিতভাবে ইরানে মার্কিন হামলার মাধ্যমে বর্বরতার আরেক ঘৃণ্যতম নজীর স্থাপিত হয়েছে। এটি বিশ্বমানবতাকে ভাবিয়ে তুলেছে।

তারা বলেন, যখন ফিলিস্তিনের মুসলমানদের ওপর গণহত্যা ও ধ্বংসযজ্ঞ চালায় অবৈধ রাষ্ট্র ইসরাইল, তখন কথিত মানবতার ধ্বজাধারী আমেরিকা রহস্যজনক নীরবতা পালন করে। আর ইসরাইল কোন প্রতিরোধের শিকার হলেই নির্লজ্জভাবে ইউরোপ-আমেরিকা আগ্রাসী থাবা বিস্তার করে মুসলিম রাষ্ট্রের ওপর। এভাবে বারবার তারা যুদ্ধ ও ধ্বংস ডেকে এনে মুসলিম বিশ্বে যুদ্ধের দাবানল জ্বালিয়ে দিচ্ছে। এমতাবস্থায় সব ভেদাভেদ ভুলে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধভাবে সাম্রাজ্যবাদী আগ্রাসন রুখে দাঁড়াতে হবে।

বাংলাদেশ খেলাফত আন্দোলনের নেতারা বলেছেন, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে যুক্তরাষ্ট্র ইসরাইলের প্ররোচনায় একটি স্বাধীন দেশের ওপর হামলা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ ছাড়া কিছুই নয়। যুক্তরাষ্ট্রের এই হামলা তৃতীয় বিশ্বযুদ্ধের পায়তারা ছাড়া আর কিছুই নয়। সভ্য বিশ্বের উচিত যুক্তরাষ্ট্র ও ইসরাইলের অসভ্যতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়ানো।

দলটির ঢাকা মহানগরীর নেতাদের সঙ্গে মতবিনিময় কালে তারা এসব কথা বলেন।

ঢাকা মহানগরী আমির মাওলানা মুহাম্মাদ হোসাইন আকন্দের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- দলের সিনিয়র নায়েবে আমির মুহাম্মাদ আজম খান, মহাসচিব মুফতি ফখরুল ইসলাম, সহকারী অর্থ সম্পাদক মাওলানা আমীর হামজা, মহানগর নেতা মাওলানা দেলওয়ার হোসাইন, মাওলানা নুর মুহাম্মাদ, বশির আহমাদ ও মাহমুদুল হাসান প্রমুখ।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত