বাড়ানো হয়েছে নজরদারি

বাংলাদেশ নৌ-সীমান্তে আরো ফাঁড়ি তৈরি করবে বিএসএফ

বিশেষ প্রতিনিধি, কলকাতা
প্রকাশ : ২২ মে ২০২৫, ০৫: ০২

বাংলাদেশের চলমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গত কয়েক মাস ধরেই ইন্দো-বাংলাদেশ সীমান্ত এলাকায় বাড়ানো হয়েছে নজরদারি। বিশেষ করে পশ্চিমবঙ্গের ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় আঁটোসাঁটো নিরাপত্তা বজায় রাখতে কড়া নজরদারির পাশাপাশি মোতায়েন করা হয়েছে সীমান্ত রক্ষীবাহিনীর (বিএসএফ) অতিরিক্ত জওয়ান। সম্প্রতি ভারত-পাকিস্তান সংঘাতের পর রাজ্যের সুন্দরবন এলাকার নৌ-সীমান্ত পেরিয়ে কোনো অবৈধ অনুপ্রবেশের ঘটনা যেন না ঘটে, সে লক্ষ্যে নদী ও সমুদ্রপথে টহলদারির জন্য বাড়ানো হয়েছে স্পিডবোটের সংখ্যাও। এবার সুন্দরবন এলাকার নৌ-সীমান্তে নজরদারির পাশাপাশি নিরাপত্তা আরো জোরদার করতে উপকূলবর্তী এলাকায় ভাসমান বর্ডার আউটপোস্ট বা সীমান্ত ফাঁড়ির সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বিএসএফ।

সুন্দরবনের উপকূলবর্তী একাধিক স্থানে ভাসমান আউটপোস্ট তৈরির জন্য রাজ্য সরকারের সঙ্গে কেন্দ্রের উচ্চপর্যায়ের বৈঠক হয়েছে গত সপ্তাহেই। কেন্দ্র সরকারের দেওয়া প্রস্তাবে ইতোমধ্যেই রাজি হয়েছে রাজ্য সরকার। অনুপ্রবেশ ঠেকাতে কোথায় ফাঁড়ি করা হবে, তা নিয়ে ইতোমধ্যেই কেন্দ্রের তরফে রাজ্য সরকারকে জানানো হয়েছে বলে বিএসএফ সূত্রের খবর।

বিজ্ঞাপন

রাজ্য এবং দেশের বর্তমান পরিস্থিতির কথা ভেবেই বিভিন্ন সীমান্ত এলাকায় ফাঁড়ি তৈরির জন্য বিএসএফকে জমি প্রদানের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য মন্ত্রিসভা। সূত্রের খবর, প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয়েছে নৌ-সীমান্তে নতুন সাতটি ফাঁড়ি বা আউটপোস্ট তৈরি করা হবে। নতুন ফাঁড়ি তৈরি হলে সুন্দরবনের মতো উপকূলীয় ঘন জঙ্গল এলাকায় একটি ফাঁড়ির সঙ্গে আরো একটি ফাঁড়ির দূরত্ব কমবে। ফলে কড়া নজরদারির পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থাও জোরদার হবে।

পশ্চিমবঙ্গে ইন্দো-বাংলাদেশ সীমান্তবর্তী উপকূলবর্তী এলাকা রয়েছে প্রায় ১৫৭ কিলোমিটার। তার মধ্যে বেশিরভাগ নৌ-সীমান্ত রয়েছে সুন্দরবনের বিভিন্ন এলাকায়। উপকূলবর্তী এলাকার আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে উপকূলীয় থানা থাকলেও নৌ-সীমান্তে নজরদারি চালায় বিএসএফ। সমুদ্র ও নদীপথে ভারত এবং বাংলাদেশের জাহাজ ও নৌকার ওপর নজরদারি চালিয়ে থাকে বিএসএফ। কয়েক মাস আগে বাংলাদেশে সরকার পরিবর্তনের ফলে ভারতবিরোধী শক্তিগুলো বেশ সক্রিয় হয়েছে বলে গোয়েন্দা সূত্রে জানা গেছে। ফলে সীমান্তে বাড়তি নজরদারি ও নিরাপত্তার কথা ভেবেই অতিরিক্ত বর্ডার আউটপোস্ট তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত