আর্থিক খাতে শৃঙ্খলা ফেরানোই সরকারের বড় চ্যালেঞ্জ: গভর্নর

আমার দেশ অনলাইন
প্রকাশ : ২০ আগস্ট ২০২৫, ১১: ৪৩
আপডেট : ২০ আগস্ট ২০২৫, ১৩: ৪৫
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেন,আর্থিক খাতের শৃঙ্খলা ফেরানোই সরকারের বড় চ্যালেঞ্জ। আগামী ৭-৮ বছরের মধ্যে বাংলাদেশ ক্যাশলেস ইকোনমির একটি বড় কেন্দ্র হবে।

বিজ্ঞাপন

বুধবার সকালে রাজধানীতে উন্নয়ন কৌশল বিষয়ক এক সেমিনারে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আর্থিক খাতে লেনদেনে নতুনত্ব আনা প্রয়োজন, যাতে সবাইকে অন্তর্ভুক্ত করা যায়।  মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের ‘ন্যানো লোন’ ধারণা জনপ্রিয় হচ্ছে জানিয়ে গভর্নর বলেন, প্রতিদিন গড়ে ৪ হাজার মানুষ পাচ্ছে এ ধরণের ঋণ সেবা। ৭ হাজার কোটি টাকা এভাবে ঋণ দেওয়া হয়েছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত