মুক্ত পরিবেশে সারাদেশে পালিত হচ্ছে ঈদুল আজহা

আমার দেশ ডেস্ক
প্রকাশ : ০৭ জুন ২০২৫, ০৯: ১৯
জাতীয় ঈদগাহে ঈদুল আজহার নামাজ আদায়। ছবি: আমার দেশ

স্বৈরাচার মুক্ত পরিবেশে পালিত হচ্ছে এবারের পবিত্র ঈদুল আজহা। বিগত বছরগুলোর তুলনায় এবার সম্পূর্ণ ভিন্ন পরিবেশ-পরিস্থিতিতে সারাদেশের মানুষ দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসবটি পালন করছে।

বিজ্ঞাপন

ছাত্র-জনতার তীব্র গণআন্দোলনের মুখে গত বছরের ৫ আগস্ট পতন ঘটে শেখ হাসিনার নেতৃত্বাধীন স্বৈরাচার সরকারের। তার আগের বছরগুলোতে অন্যান্য উৎসবের মতো ঈদুল আজহাও দেশবাসীর জন্য স্বস্তির ছিল না। বরং কারও কারও জন্য, বিশেষ করে বিরোধী পক্ষের লাখ লাখ নেতাকর্মী, গুম-খুন ও জেল-জরিমানার শিকারদের পরিবারগুলোতে নেমে আসতো শোকের ছায়া।

পশুর হাট থেকে কোরবানির চামড়া পর্যন্ত সর্বত্র ছিল অনিয়ম। প্রতিবেশী দেশের চক্রান্তকে কাজে লাগিয়ে চামড়ার দাম এতটাই কমানো হয়েছিল যে, মানুষ পশুর চামড়া পুঁতিয়ে ফেলতে বাধ্য হয়েছে। মানুষের দান করা চামড়ার টাকা দিয়ে সারাদেশের লাখ লাখ মাদ্রাসার বাৎসরিক খরচের একটি বড় অংশ উঠে আসতো। কিন্তু ধর্মীয় শিক্ষা ও চামড়া শিল্প চামড়া শিল্প ধ্বংস করতে পরিকল্পিতভাবে চামড়ার দাম ইতিহাসের সর্বনিম্ন করা হয়েছিল।

উৎসব অনুষ্ঠান পালনে ছিল নানা বিধি-নিষেধ। ফলে মানুষ স্বাধীনভাবে তাদের উৎসবগুলোও উদযাপন করতে পারতো। কারণ স্বৈরাচার সব সময় ভয়ে ভয়ে ছিল, সামান্য লোকসমাগমও তারা মেনে নিতে পারতো না।

২০২৪ এর ৫ আগস্ট মানুষ আবার স্বাধীনতা ফিরে পেয়েছে। গত বছরের কোরবানির ঈদের কয়েকদিন পরই শুরু হয়েছিল কোটাবিরোধী আন্দোলন। তাতে ফ্যাসিস্ট সরকারের বর্বর নির্যাতন ও প্রকাশ্যের গুলি করে মানুষ হত্যার প্রতিবাদে তা একদফাতে রূপ নেয়। ফলশ্রুতিতে ৫ আগস্ট ভারতে পালিয়ে যায় ফ্যাসিস্ট রেজিমের প্রধান শেখ হাসিনা।

তার পর থেকে মানুষ স্বাধীন ও উন্মুক্তভাবে সকল উৎসব-অনুষ্ঠান করছে। কোথাও নেই কোনো বাধা। সেই ধারাবাহিকতায় এসেছে ঈদুল আজহা। আজ শনিবার (৭ জুন) সারাদেশে পালিত হচ্ছে মুসলিম সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা।

ভৌগলিক অবস্থানের কারণে সৌদি আরবসহ অনেক দেশের একদিন পর আজ বাংলাদেশে পালিত হচ্ছে ঈদুল আজহা। মূলত চন্দ্র মাস জিলহজ্বের ১০ তারিখে ঈদুল আজহা উদযাপন করা হয় সারা বিশ্বে। ঈদের আগে সৌদি আরবে পবিত্র হজের আনুষ্ঠানিকতা শেষ করেন হাজীরা।

এদিন সকল মুসলিমরা সকালেই ঈদের জামাতে নামাজ আদায় শেষে কোরবানির আনুষ্ঠানিকতা সম্পন্ন করছেন। তবে ওজর থাকলে ঈদের তৃতীয় দিন পর্যন্ত কোরবানি করা যায়।

জিলহজ্জ মাসের চাঁদ দেখার ভিত্তিতে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান, কাতারসহ মধ্যপ্রাচ্যের প্রায় সব দেশই ৬ জুন ঈদ উদযাপন করেছে। ভৌগোলিক কারণে কয়েক ঘণ্টা আগে ও পরে ইউরোপ, ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়ায়, ব্রিটেন, যুক্তরাষ্ট্র ও আফ্রিকার অনেক দেশের মুসলিম সম্প্রদায়ের মানুষরা ঈদ উদযাপন করেছেন।

বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মরক্কো, মৌরিতানিয়া, ব্রুনেই এবং মালয়েশিয়ায় ঈদুল আজহা উদযাপিত হচ্ছে আজ। তবে বাংলাদেশের কয়েকটি জেলার কিছু জায়গার মুষ্টিমেয় মুসলিম সৌদি আরবের সঙ্গে মিলিয়ে শুক্রবার (৬ জুন) ঈদুল আজহা উদযাপন করেছেন।

ঈদুল আজহায় জামাতে কোটি কোটি মুসল্লি অংশগ্রহণ করে থাকেন দেশের ঈদগাহগুলোতে। তবে সবচেয়ে বড় ঈদগাহ মাঠ হলো কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ। এর পরই রয়েছে দিনাজপুরের গোড় এ শহীদ ময়দান মাঠ। এসব ঈদগাহে লাখ লাখ মুসল্লি এক সঙ্গে ঈদের জামাতে অংশ নেন।

দেশের প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হয় সুপ্রিম কোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ মাঠে। এদিন সকাল সাড়ে ৭টায় জামাত শুরু হয়। এতে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ড. মুহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদের সদস্য, সুপ্রিম কোর্টের বিচারপতি, রাজনীতিবিদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

বায়তুল মোকাররম জাতীয় মসজিদে প্রতি বছরের মতো এবারও ঈদুল আজহায় পাঁচটি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত শুরু হয় সকাল ৭টায় এবং পরবর্তী চারটি জামাত যথাক্রমে সকাল ৮টা, ৯টা, ১০টা এবং বেলা পৌনে ১১টায় শুরু হবে।

তবে এবার ঈদের দিনে আবহাওয়া কিছুটা প্রতিকূল থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার (৭ জুন) সারাদেশে বৃষ্টির পাশাপাশি তাপমাত্রা বাড়তে পারে। শুক্রবার (৬ জুন) সারাদেশের সকাল ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে রাষ্ট্রীয় সংস্থাটি। আগে থেকে বৃষ্টি হওয়ার সম্ভাবনার কথা বলা হলেও সকাল ৯টা পর্যন্ত রাজধানীতে বৃষ্টির খবর পাওয়া যায়নি।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত