• facebook
  • fb_group
  • twitter
  • tiktok
  • whatsapp
  • pinterest
  • youtube
  • linkedin
  • instagram
  • google
রবিবার, ১৬ নভেম্বর ২০২৫
সর্বশেষ
জাতীয়
রাজনীতি
বাণিজ্য
সারা দেশ
বিশ্ব
খেলা
আইন-আদালত
ধর্ম ও ইসলাম
বিনোদন
ফিচার
আমার দেশ পরিবার
ইপেপার
আমার দেশযোগাযোগশর্তাবলি ও নীতিমালাগোপনীয়তা নীতিডিএমসিএ
facebookfb_grouptwittertiktokwhatsapppinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার দেশ | সম্পাদক ও প্রকাশক, মাহমুদুর রহমান 
মাহমুদুর রহমান কর্তৃক ঢাকা ট্রেড সেন্টার (৮ম ফ্লোর), ৯৯, কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫ থেকে প্রকাশিত এবং আমার দেশ পাবলিকেশন লিমিটেড প্রেস, ৪৪৬/সি ও ৪৪৬/ডি, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্য বিভাগ: ঢাকা ট্রেড সেন্টার, ৯৯, কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।ফোন: ০২-৫৫০১২২৫০। ই-মেইল: info@dailyamardesh.comবার্তা: ফোন: ০৯৬৬৬-৭৪৭৪০০। ই-মেইল: news@dailyamardesh.comবিজ্ঞাপন: ফোন: +৮৮০-১৭১৫-০২৫৪৩৪ । ই-মেইল: ad@dailyamardesh.comসার্কুলেশন: ফোন: +৮৮০-০১৮১৯-৮৭৮৬৮৭ । ই-মেইল: circulation@dailyamardesh.com
ওয়েব মেইল
কনভার্টারআর্কাইভবিজ্ঞাপনসাইটম্যাপ
> জাতীয়

ছিনতাই-চাঁদাবাজি বরদাস্ত করা হবে না: উপদেষ্টা আসিফ

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৮: ৫১
আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৮: ৫২
logo
ছিনতাই-চাঁদাবাজি বরদাস্ত করা হবে না: উপদেষ্টা আসিফ

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৮: ৫১

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সময় উপদেষ্টা আসিফ মাহমুদ ভুঁইয়ার সজীব বলেছেন, দেশের এই ক্রান্তিলগ্নে ছিনতাই-চাঁদাবাজি সন্ত্রাসসহ যারাই অপরাধে জড়িত হবে, এটা বরদাস্ত করা হবে না। শৃঙ্খলা বাহিনী কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেবে।

মঙ্গলবার রাত পৌনে ১টার দিকে বিজয় স্বরণীতে রাজধানীর যৌথ বাহিনীর টহল ও চেকপোস্ট কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন তিনি।

উপদেষ্টা বলেন, আওয়ামী লীগের বিভিন্ন টেলিগ্রাম গ্রুপ থেকে শুরু করে সামাজিক মাধ্যমের গ্রুপগুলোতে দেখা যায় শেখ হাসিনাসহ আওয়ামী লীগের পলাতক নেতারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটনোর জন্য সরকারকে উৎখাত করার জন্য নানাভাবে চেষ্টা করে যাচ্ছে।

তিনি আরো বলেন, আমরা দেখছি রাজনৈতিক দলের কেউ কেউ অস্ত্র হাতে ঘোষণা দিয়ে চাঁদাবাজি করছে। এগুলো একটা এনার্কি তৈরি করে। রাজনৈতিক জায়গা থেকে যদি এগুলো হয় তাহলে সরকারের পক্ষে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা কষ্টসাধ্য।

তিনি বলেন, যেসব স্থানে ছিনতাইয়ের মতো ঘটনা বেশি ঘটছে, সেখানে অভিযান চালিয়ে অপরাধীদের গ্রেপ্তার করে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনার চেষ্টা করা হচ্ছে। আশা করি খুব দ্রুততম সময়ের মধ্যে এটা নিয়ন্ত্রণে চলে আসবে।

উপদেষ্টা জানান, সেপ্টেম্বর থেকে ক্রমান্বয়ে বড় ধরনের অপরাধগুলো কমে আসছে। আপনারা পরিসংখ্যান দেখলে সেটা বুঝতে পারবেন।

তিনি বলেন, রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশ এবং বিভিন্ন বাহিনীর কার্যক্রম পরিদর্শন করে দেখেছি। বিভিন্ন মোড়ে মোড়ে পুলিশসহ বিভিন্ন বাহিনীর সদস্যরা টহল দিচ্ছেন। জনমনে যে আতঙ্ক তৈরি হয়েছিল আশা করি খুব দ্রুতই সেখান থেকে উত্তরণ করা সম্ভব হবে।

ব্রিফিংয়ে ডিএমপি কমিশনার সাজ্জাত আলী বলেন, চিহ্নিত চাঁদাবাজ সন্ত্রাসীদের ব্লক রেইড দিয়ে ধরা হচ্ছে। বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় রাজধানীর ৬৫ পয়েন্টে চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজন যানবাহন গুলো চেক করা হচ্ছে। এসব পয়েন্টে চিহ্নিত, সন্দেহভাজন মনে হলে চেক করে যারা অপরাধ করছে তাদের গ্রেপ্তার করা হচ্ছে।

তিনি বলেন, মানুষকে নিরাপত্তাহীনতা থেকে বের করানোর জন্য আমরা আরো বেশি একটিভ হচ্ছি। মোহাম্মদপুরে পোঙ্গা বাবুকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে চিহ্নিত অপরাধ দের গ্রেপ্তার করা হচ্ছে।

তিনি বলেন, গত কয়েক দিনে রাজধানীতে ছিনতাই ও চাঁদাবাজির ঘটনা বেড়ে যাওয়ায় আইন-শৃঙ্খলা বাহিনী ব্যাপক অভিযান শুরু করেছে। পুলিশের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনী, সিটিটিসি, এটিইউ, বিজিবি ও অন্যান্য সংস্থার সমন্বয়ে এই অভিযান পরিচালিত হচ্ছে।

ডিএমপি কমিশনার আরো বলেন, বিভিন্ন আইনপ্রয়োগকারী সংস্থার সহযোগিতায় যৌথ অভিযানে বিভিন্ন স্থানে ব্লক রেইড দেওয়া হচ্ছে। ইতোমধ্যে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে ৬৪টি চেকপোস্ট স্থাপন করা হয়েছে, যেখানে যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করা হচ্ছে।

ডিএমপি কমিশনার বলেন, প্রকৃতপক্ষে অপরাধের সংখ্যা অতীতের তুলনায় বেশি নয়। তিনি বলেন, আগে অপরাধ ঘটলে আশপাশের লোকজন এগিয়ে আসত, কিন্তু এখন অনেকেই শুধু ভিডিও ধারণ করে তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেন। তিনি নগরবাসীকে অপরাধ দমনে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান।

সম্প্রতি ছিনতাইকারী সন্দেহে গণপিটুনির ঘটনা বেড়ে যাওয়ায় ডিএমপি কমিশনার আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, রাজধানীর প্রতিটি এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী সক্রিয় রয়েছে। আপনারা আইন নিজের হাতে তুলে নিবেন না। তাই কোনো অপরাধীকে ধরে পুলিশের হাতে সোপর্দ করুন।

জামিনে মুক্ত হয়ে আসা সন্ত্রাসীদের গতিবিধি সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, অনেকেই আগের দলের সঙ্গে যুক্ত হয়ে আবারও অপরাধে জড়াচ্ছে। তবে আইনশৃঙ্খলা বাহিনী তাদের নজরদারিতে রেখেছে এবং দ্রুত আইনের আওতায় আনতে কাজ করছে।

সম্পাদক ও প্রকাশক : মাহমুদুর রহমান কর্তৃক প্রকাশিত এবং আল-ফালাহ প্রিন্টিং প্রেস, ৪২৩, এলিফেন্ট রোড, বড় মগবাজার, ঢাকা-১২১৭ থেকে এবং অস্থায়ীভাবে মিডিয়া প্রিন্টার্স লি. ৪৪৬/এইচ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্য বিভাগ : ঢাকা ট্রেড সেন্টার, ৯৯, কাজী নজরুল ইসলাম এভিণিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫। পিএবিএক্স : ০২-৫৫০১২২৫০। ই-মেইল : info@dailyamardesh.com

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সময় উপদেষ্টা আসিফ মাহমুদ ভুঁইয়ার সজীব বলেছেন, দেশের এই ক্রান্তিলগ্নে ছিনতাই-চাঁদাবাজি সন্ত্রাসসহ যারাই অপরাধে জড়িত হবে, এটা বরদাস্ত করা হবে না। শৃঙ্খলা বাহিনী কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেবে।

বিজ্ঞাপন

মঙ্গলবার রাত পৌনে ১টার দিকে বিজয় স্বরণীতে রাজধানীর যৌথ বাহিনীর টহল ও চেকপোস্ট কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন তিনি।

উপদেষ্টা বলেন, আওয়ামী লীগের বিভিন্ন টেলিগ্রাম গ্রুপ থেকে শুরু করে সামাজিক মাধ্যমের গ্রুপগুলোতে দেখা যায় শেখ হাসিনাসহ আওয়ামী লীগের পলাতক নেতারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটনোর জন্য সরকারকে উৎখাত করার জন্য নানাভাবে চেষ্টা করে যাচ্ছে।

তিনি আরো বলেন, আমরা দেখছি রাজনৈতিক দলের কেউ কেউ অস্ত্র হাতে ঘোষণা দিয়ে চাঁদাবাজি করছে। এগুলো একটা এনার্কি তৈরি করে। রাজনৈতিক জায়গা থেকে যদি এগুলো হয় তাহলে সরকারের পক্ষে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা কষ্টসাধ্য।

তিনি বলেন, যেসব স্থানে ছিনতাইয়ের মতো ঘটনা বেশি ঘটছে, সেখানে অভিযান চালিয়ে অপরাধীদের গ্রেপ্তার করে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনার চেষ্টা করা হচ্ছে। আশা করি খুব দ্রুততম সময়ের মধ্যে এটা নিয়ন্ত্রণে চলে আসবে।

উপদেষ্টা জানান, সেপ্টেম্বর থেকে ক্রমান্বয়ে বড় ধরনের অপরাধগুলো কমে আসছে। আপনারা পরিসংখ্যান দেখলে সেটা বুঝতে পারবেন।

তিনি বলেন, রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশ এবং বিভিন্ন বাহিনীর কার্যক্রম পরিদর্শন করে দেখেছি। বিভিন্ন মোড়ে মোড়ে পুলিশসহ বিভিন্ন বাহিনীর সদস্যরা টহল দিচ্ছেন। জনমনে যে আতঙ্ক তৈরি হয়েছিল আশা করি খুব দ্রুতই সেখান থেকে উত্তরণ করা সম্ভব হবে।

ব্রিফিংয়ে ডিএমপি কমিশনার সাজ্জাত আলী বলেন, চিহ্নিত চাঁদাবাজ সন্ত্রাসীদের ব্লক রেইড দিয়ে ধরা হচ্ছে। বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় রাজধানীর ৬৫ পয়েন্টে চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজন যানবাহন গুলো চেক করা হচ্ছে। এসব পয়েন্টে চিহ্নিত, সন্দেহভাজন মনে হলে চেক করে যারা অপরাধ করছে তাদের গ্রেপ্তার করা হচ্ছে।

তিনি বলেন, মানুষকে নিরাপত্তাহীনতা থেকে বের করানোর জন্য আমরা আরো বেশি একটিভ হচ্ছি। মোহাম্মদপুরে পোঙ্গা বাবুকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে চিহ্নিত অপরাধ দের গ্রেপ্তার করা হচ্ছে।

তিনি বলেন, গত কয়েক দিনে রাজধানীতে ছিনতাই ও চাঁদাবাজির ঘটনা বেড়ে যাওয়ায় আইন-শৃঙ্খলা বাহিনী ব্যাপক অভিযান শুরু করেছে। পুলিশের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনী, সিটিটিসি, এটিইউ, বিজিবি ও অন্যান্য সংস্থার সমন্বয়ে এই অভিযান পরিচালিত হচ্ছে।

ডিএমপি কমিশনার আরো বলেন, বিভিন্ন আইনপ্রয়োগকারী সংস্থার সহযোগিতায় যৌথ অভিযানে বিভিন্ন স্থানে ব্লক রেইড দেওয়া হচ্ছে। ইতোমধ্যে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে ৬৪টি চেকপোস্ট স্থাপন করা হয়েছে, যেখানে যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করা হচ্ছে।

ডিএমপি কমিশনার বলেন, প্রকৃতপক্ষে অপরাধের সংখ্যা অতীতের তুলনায় বেশি নয়। তিনি বলেন, আগে অপরাধ ঘটলে আশপাশের লোকজন এগিয়ে আসত, কিন্তু এখন অনেকেই শুধু ভিডিও ধারণ করে তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেন। তিনি নগরবাসীকে অপরাধ দমনে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান।

সম্প্রতি ছিনতাইকারী সন্দেহে গণপিটুনির ঘটনা বেড়ে যাওয়ায় ডিএমপি কমিশনার আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, রাজধানীর প্রতিটি এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী সক্রিয় রয়েছে। আপনারা আইন নিজের হাতে তুলে নিবেন না। তাই কোনো অপরাধীকে ধরে পুলিশের হাতে সোপর্দ করুন।

জামিনে মুক্ত হয়ে আসা সন্ত্রাসীদের গতিবিধি সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, অনেকেই আগের দলের সঙ্গে যুক্ত হয়ে আবারও অপরাধে জড়াচ্ছে। তবে আইনশৃঙ্খলা বাহিনী তাদের নজরদারিতে রেখেছে এবং দ্রুত আইনের আওতায় আনতে কাজ করছে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

অপরাধসন্ত্রাসীছিনতাইকারী
সর্বশেষ
১

ঘোষিত প্রার্থী তালিকার ২৩টি আসনে আসতে পারে পরিবর্তন

২

পশ্চিম তীরে ইবরাহিমি মসজিদ বন্ধ, ফিলিস্তিনিদের ওপর কারফিউ জারি

৩

ইউরোপ-আমেরিকায় যাচ্ছে চাটমোহরের কুমড়ো বড়ি

৪

‘মিড-ডে মিল’ পাবে ৩১ লাখ শিক্ষার্থী

৫

বহু খ্যাতিমানের স্রষ্টা ঐতিহ্যবাহী এক বিদ্যাপীঠ

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত

তিস্তা এখন ধু-ধু মরুভূমি, সংকটে লাখো মানুষের জীবিকা

সরেজমিন দেখা যায়, তিস্তা শুকিয়ে অনেকটা মরা খালে পরিণত হয়েছে। পানির অভাবে লালমনিরহাটের তিস্তা নদীতীরবর্তী এলাকার রাজপুর, খুনিয়াগাছ, গোবর্ধন, মহিষখোঁচা, কালমাটি, চরবৈরাতি, ভোটমারী, সানিয়াজান, সিন্দুর্না, ডালিয়াসহ অন্তত শতাধিক চরাঞ্চলের চাষাবাদ ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

৪ ঘণ্টা আগে

পেঁয়াজ আমদানি নিয়ে দুই মেরুতে দুই দপ্তর

শনিবার রাতে হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক নাজমুল হক আমার দেশকে বলেন, ‘বাণিজ্য ও কৃষি মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের কর্মকর্তারা সিন্ডিকেটে জড়িত; তারা একশ্রেণির অসাধু ব্যবসায়ীর সঙ্গে যোগসাজশে চক্র গড়ে পেঁয়াজের দাম বাড়িয়ে জনগণের পকেট থেকে হাজার কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। আর এ কারণে

৫ ঘণ্টা আগে

মধ্যরাতে হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন

পুলিশ জানিয়েছে, শনিবার রাত ১২ টার দিকে রাজধানীর হাজারীবাগ থানার বেড়িবাঁধ রোডে শেখ ফজিলাতুন্নেসা কলেজের সামনে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। হাজারীবাগ থানার ওসি সাইফুল ইসলাম জানান, দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এতে বাসটি সম্পূর

৮ ঘণ্টা আগে

বিতর্কিত পুলিশ সদস্যদের নির্বাচনের দায়িত্ব দেওয়া হবে না

বিতর্কিত পুলিশ সদস্যদের নির্বাচনের দায়িত্বে দেওয়া হবে না বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। শনিবার দুপুরে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) লাইনে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

১২ ঘণ্টা আগে
তিস্তা এখন ধু-ধু মরুভূমি, সংকটে লাখো মানুষের জীবিকা

তিস্তা এখন ধু-ধু মরুভূমি, সংকটে লাখো মানুষের জীবিকা

পেঁয়াজ আমদানি নিয়ে দুই মেরুতে দুই দপ্তর

পেঁয়াজ আমদানি নিয়ে দুই মেরুতে দুই দপ্তর

মধ্যরাতে হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন

মধ্যরাতে হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন

বিতর্কিত পুলিশ সদস্যদের নির্বাচনের দায়িত্ব দেওয়া হবে না

বিতর্কিত পুলিশ সদস্যদের নির্বাচনের দায়িত্ব দেওয়া হবে না