রাজধানীর পল্টন থানায় দায়ের করা সন্ত্রাস বিরোধী আইনের মামলায় আ. লীগের প্রেসিডিয়াম সদস্য তোফায়েল আহমেদের ভাতিজা ইফতারুল হাসান স্বপনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
রুজিনা বলেন, কয়েক দিন আগে দুঃখিয়ারকান্দি গ্রামে একটি মাদকবিরোধী সভার আয়োজন করা হয়। সেখানে তিতাস থানার ওসি, আমার ভাই কাউছারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সেখানে সবাই মাদকের বিরুদ্ধে বক্তব্য দেয়। এ নিয়ে ফেসবুকে লেখালেখি হলে আমার ভাই মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করে।
গত কয়েকদিন যাবৎ দেওয়ানপাড়া ও কেরেককাটা এলাকায় সন্ত্রাসীরা স্থানীয়দের ওপর চাঁদা আদায়সহ বিভিন্ন জনবিরোধী কর্মকাণ্ড চালাচ্ছিল বলে গোয়েন্দা সূত্রে তথ্য পাওয়া যায়। এই সন্ত্রাসীরা এলাকায় সাধারণ মানুষকে অস্ত্রের মুখে জিম্মি করে চাঁদা আদায় করতো।