সেনা অভিযানে ইউপিডিএফের সন্ত্রাসী সরঞ্জাম ও নগদ টাকা উদ্ধার

চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২০ আগস্ট ২০২৫, ১৮: ২৩
আপডেট : ২০ আগস্ট ২০২৫, ১৮: ২৬

পার্বত্য খাগড়াছড়ির লক্ষীছড়ি জোনে বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত বিশেষ অভিযানে ইউপিডিএফ (মূল) দলের সন্ত্রাসী কার্যক্রমে ব্যবহৃত সরঞ্জামাদি ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে।

আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

গত কয়েকদিন যাবৎ দেওয়ানপাড়া ও কেরেককাটা এলাকায় সন্ত্রাসীরা স্থানীয়দের ওপর চাঁদা আদায়সহ বিভিন্ন জনবিরোধী কর্মকাণ্ড চালাচ্ছিল বলে গোয়েন্দা সূত্রে তথ্য পাওয়া যায়। সন্ত্রাসীরা এলাকায় সাধারণ মানুষকে অস্ত্রের মুখে জিম্মি করে চাঁদা আদায় করতো।

সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ ভোররাত ৩টায় লক্ষীছড়ি জোনের বার্মাছড়ি আর্মি ক্যাম্পের তত্ত্বাবধানে দেওয়ানপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় নিরাপত্তা বাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

পরবর্তী তল্লাশিতে সন্ত্রাসীদের গোপন আস্তানায় ৫টি মোবাইল, উল্লেখযোগ্য সংখ্যক সিম কার্ড, চাঁদা আদায়ের নথিপত্র, নগদ ৯ লাখ ২৯ হাজার ৫১০ টাকা, অন্যান্য সামগ্রী এবং ২টি পুরাতন বিশেষ পাসপোর্ট উদ্ধার করা হয়।

বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য অঞ্চলে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ এবং সন্ত্রাস দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত