আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সাটুরিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, সাটুরিয়া (মানিকগঞ্জ)

সাটুরিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

মানিকগঞ্জের সাটুরিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম জয়কে গ্রেপ্তার করেছে সাটুরিয়া থানা পুলিশ।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার ভাটারা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানা যায়, সন্ত্রাসবিরোধী আইনে পুলিশের দায়ের করা একটি মামলায় রবিউল ইসলাম জয়ের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। সে কারণেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন