সরকার ও প্রশাসনের ব্যর্থতায় খুন হয়েছেন সাংবাদিক তুহিন

স্টাফ রিপোর্টার, গাজীপুর
প্রকাশ : ১১ আগস্ট ২০২৫, ১৩: ১৩

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব আলহাজ্ব মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, স্থানীয় প্রশাসন, পুলিশ ও সরকার তাদের যথাযথ দায়িত্ব পালনে ব্যর্থ হওয়ায় সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে খুন হতে হয়েছে সাংবাদিক তুহিনকে।

সোমবার (১১ আগস্ট) সকালে গাজীপুর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের এবং যাদের গ্রেপ্তার করা হয়েছে, তাদের দেওয়া তথ্য অনুযায়ী সকল অপরাধীকে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।

তিনি আরও বলেন, গাজীপুরে প্রতিনিয়ত খুন, ছিনতাই ও চাঁদাবাজির ঘটনা ঘটছে। বিভিন্ন এলাকার সন্ত্রাসীরা এখানে আশ্রয় নিচ্ছে, কিন্তু তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। বিশাল জনগোষ্ঠীর এই গাজীপুরে পুলিশের সংখ্যা নিতান্তই কম। তিনি পুলিশের সংখ্যা বৃদ্ধি করে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের আহ্বান জানান।

মাওলানা আতাউর রহমান বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির পেছনে গাজীপুর জেলায় কিছু শিল্প কারখানা বন্ধ থাকায় বেকার শ্রমিকরা ছিনতাই, ডাকাতিসহ নানা ধরনের অপরাধে জড়াতে পারে বলে গাজীপুর পুলিশ কমিশনার যে বক্তব্য দিয়েছেন, আমরা তার প্রতিবাদ জানাচ্ছি। শ্রমিকরা কাজ করে অর্থ উপার্জন করেন, ছিনতাই করে নয়। তিনি পুলিশ কমিশনারকে তার এই বক্তব্য প্রত্যাহার করার দাবি জানান।

তিনি আরও বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে আগামী নির্বাচনে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ থাকবে কিনা, তা নিয়ে আশঙ্কা রয়েছে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের গাজীপুর মহানগরের সভাপতি মাওলানা ফাইজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন, সহ-সভাপতি আলহাজ্ব মাওলানা হাবিবুর রহমান মিয়াজী, মাওলানা এম এ হানিফ সরকার, অধ্যক্ষ মাওলানা শহিদুল ইসলাম এবং অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত