আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

৪ সংগঠনকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ ঘোষণা করল যুক্তরাষ্ট্র

আমার দেশ অনলাইন

৪ সংগঠনকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ ঘোষণা করল যুক্তরাষ্ট্র
ছবি: আল জাজিরা

জার্মানি, ইতালি ও গ্রিসের চারটি সংঠনকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ হিসেবে তালিকাভুক্ত করেছে যুক্তরাষ্ট্র। ‘অ্যান্টিফা’ নামে পরিচিত বামপন্থী আন্দোলনের সঙ্গে যোগসূত্রের জন্য তাদের ‘বিশেষভাবে মনোনীত বৈশ্বিক সন্ত্রাসী’ হিসাবে চিহ্নিত করা হয়েছে। বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক বিবৃতিতে একথা জানান। খবর আল জাজিরার।

অ্যান্টিফা হলো একটি বামপন্থী ফ্যাসিবাদবিরোধী এবং বর্ণবাদবিরোধী রাজনৈতিক আন্দোলন।

বিজ্ঞাপন

ট্রাম্প প্রশাসন জার্মানভিত্তিক ‘অ্যান্টিফা অস্টকে’ বিশ্বব্যাপী সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে চিহ্নিত করেছে। সেইসঙ্গে ইতালির ইনফর্মাল অ্যানার্কিস্ট ফেডারেশন/ইন্টারন্যাশনাল রেভল্যুশনারি ফ্রন্ট, গ্রিসের প্রোলেটারিয়ান জাস্টিস ও রেভল্যুশনারি ক্লাস সেলফ-ডিফেন্সকে একই তালিকাভুক্ত করা হয়েছে।

বৃহস্পতিবারের এ ঘোষণা ‘অ্যান্টিফা’ নির্মূল করতে ট্রাম্পের আরেকটি পদক্ষেপ। আগামী ২০ নভেম্বর থেকে ঘোষণাটি কার্যকর হবে।

মার্কিন পররাষ্ট্র দপ্তর সতর্ক করে দিয়ে বলেছে, এই নিষেধাজ্ঞার ফলে যারা এই চারটি সংগঠনের সঙ্গে ব্যবসা করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

বিবৃতিতে বলা হয়, ‘তাদের সঙ্গে লেনদেন বা কার্যকলাপে জড়িত ব্যক্তিরা নিষেধাজ্ঞার ঝুঁকিতে পড়তে পারেন।’

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন