জুলাই বিপ্লবের অগ্রসেনানি ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদির খুনিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে রাজধানীর শাহবাগে সংগঠনটির অবরোধ কর্মসূচি থেকে খেলনা পিস্তলসহ এক যুবককে আটক করেছে পুলিশ। তার নাম আরাফাত জামান।
সোমবার রাত পৌনে আটটার দিকে পুলিশ তাকে আটক করে।
পুলিশ জানায়, অবরোধ কর্মসূচিতে আসা আরাফাতের পকেটে একটি পিস্তল দেখতে পেয়ে পুলিশ তাকে আটক করে। পরে কর্তব্যরত পুলিশ সদস্যরা তাকে শাহবাগ থানায় নিয়ে যান।
শাহবাগ থানার ওসি (তদন্ত) মো. আছাদুজ্জামান জানান, পিস্তলটি খেলনার। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

