আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ঢাকাসহ সারা দেশে গ্রেপ্তার ৫১

স্টাফ রিপোর্টার

ঢাকাসহ সারা দেশে গ্রেপ্তার ৫১

ঢাকাসহ সারা দেশে যৌথ বাহিনী কর্তৃক ৫১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত ১১ ডিসেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত সেনাবাহিনীর বিভিন্ন পদাতিক ডিভিশন ও স্বতন্ত্র ব্রিগেডের অধীনস্থ ইউনিটসমূহ কর্তৃক এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

এ সকল যৌথ অভিযানে সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, মাদকাসক্ত, ডাকাত সদস্য, কিশোর গ্যাং, চোরাকারবারিসহ মোট ৫১ জন সন্দেহভাজন অপরাধীকে হাতে নাতে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

গ্রেপ্তারকৃতদের নিকট হতে ৯টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ২৭ রাউন্ড বিভিন্ন ধরনের গোলাবারুদ, ককটেল, মাদকদ্রব্য ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

আটককৃতদের প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ এবং আইনি কার্যক্রম সম্পন্নের জন্য সংশ্লিষ্ট এলাকার থানায় হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর

খুঁজুন