আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

এসএসসির ফলে যথাযথ মূল্যায়ন হয়েছে: আন্ত:শিক্ষা বোর্ড সমন্বয়ক

স্টাফ রিপোর্টার

এসএসসির ফলে যথাযথ মূল্যায়ন হয়েছে: আন্ত:শিক্ষা বোর্ড সমন্বয়ক

এবার এসএসসি ও সমমান পরীক্ষার খাতা যথাযথভাবে মূল্যায়ন হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ আন্ত:শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার দুপুরে ঢাকা শিক্ষা বোর্ড মিলনায়তনে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ উপলক্ষ্যে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অধ্যাপক এহসানুল কবির বলেন, এবার খাতা দেখার ক্ষেত্রে আমাদের ওপর থেকে কোন নির্দেশনা বা চাপ ছিল না। আমরাও বিশেষ করেনা নির্দেশনা দেইনি। তবে আমরা পরীক্ষকদেরকে সময় দিয়ে যথাযথভাবে খাতা মূল্যায়নের কথা বলেছি। তারই বহি:প্রকাশ ঘটেছে এবারের ফলাফলে।

তিনি বলেন, ওভার মার্কিং বা আন্ডার মার্কিং-দুটোই শিক্ষার্থীদের জন্য ক্ষতিকর। এতে ভাল ও মন্দ এক হয়ে যায়, বৈষম্য সৃষ্টি হয়। যার প্রভাব পরবর্তীতে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় পড়ে। তবে এর আগে মূল্যায়নের ক্ষেত্রে কোন চাপ বা নির্দেশনা থাকত কিনা-তার জবাব এড়িয়ে যান তিনি।

এবার ফল খারাপ হয়েছে কিনা-এমন প্রশ্নের জবাবে অধ্যাপক এহসানুল কবির বলেন, আমাদের কোন টার্গেট ছিল না। আমাদের মিশন ছিল, পরীক্ষা সুন্দরভাবে নেয়া, প্রশ্ন যাতে ফাঁস না হয়, কোন গুজব যাতে না ছড়ায়-এসব আমরা নিয়ন্ত্রণ করেছি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন