এসএসসির ফলে যথাযথ মূল্যায়ন হয়েছে: আন্ত:শিক্ষা বোর্ড সমন্বয়ক

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১০ জুলাই ২০২৫, ১৭: ৪৬
আপডেট : ১০ জুলাই ২০২৫, ১৮: ০৭

এবার এসএসসি ও সমমান পরীক্ষার খাতা যথাযথভাবে মূল্যায়ন হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ আন্ত:শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার দুপুরে ঢাকা শিক্ষা বোর্ড মিলনায়তনে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ উপলক্ষ্যে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অধ্যাপক এহসানুল কবির বলেন, এবার খাতা দেখার ক্ষেত্রে আমাদের ওপর থেকে কোন নির্দেশনা বা চাপ ছিল না। আমরাও বিশেষ করেনা নির্দেশনা দেইনি। তবে আমরা পরীক্ষকদেরকে সময় দিয়ে যথাযথভাবে খাতা মূল্যায়নের কথা বলেছি। তারই বহি:প্রকাশ ঘটেছে এবারের ফলাফলে।

তিনি বলেন, ওভার মার্কিং বা আন্ডার মার্কিং-দুটোই শিক্ষার্থীদের জন্য ক্ষতিকর। এতে ভাল ও মন্দ এক হয়ে যায়, বৈষম্য সৃষ্টি হয়। যার প্রভাব পরবর্তীতে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় পড়ে। তবে এর আগে মূল্যায়নের ক্ষেত্রে কোন চাপ বা নির্দেশনা থাকত কিনা-তার জবাব এড়িয়ে যান তিনি।

এবার ফল খারাপ হয়েছে কিনা-এমন প্রশ্নের জবাবে অধ্যাপক এহসানুল কবির বলেন, আমাদের কোন টার্গেট ছিল না। আমাদের মিশন ছিল, পরীক্ষা সুন্দরভাবে নেয়া, প্রশ্ন যাতে ফাঁস না হয়, কোন গুজব যাতে না ছড়ায়-এসব আমরা নিয়ন্ত্রণ করেছি।

সাব-জেলে অভিযুক্ত সেনা কর্মকর্তারা, সরকারের কাছে যে আহ্বান জানালেন ব্যারিস্টার আরমান

অসদাচারণের দায়ে টঙ্গী পাইলট স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে শোকজ

জরুরি অবস্থা জারি করলেন পেরুর প্রেসিডেন্ট

গুম-খুনে জড়িত ১৫ সেনা কর্মকর্তা চাকরিচ্যুত। ট্রাইব্যুনালে হাজির। সাবজেলে প্রেরণ

এবার ১ টাকায় গরুর মাংস বিতরণের ঘোষণা সেই এমপি প্রার্থীর

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত